শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

ট্রুডোর নগদ মানি

  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

ট্রুডো কানাডিয়ানদের নগদ মানি দিচ্ছেন! কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডিয়ানদের নগদ মানি দেওয়ার ঘোষণা দিয়েছেন। সব প্রভিন্সের জনগণ এই মানি পাবেন।

কানাডায় cost of living crisis বেড়ে যাওয়ায় ট্রুডো ব্যাপক তোপের মুখে পড়েছেন। বলা যায় এক রকম তাঁর দুই পা ধরে নিচে নামিয়ে দেওয়ারও চেষ্টা করছে প্রধান বিরোধী দলের নেতাসহ খোদ তাঁর নিজের দলের সংসদ সদস্যরা পর্যন্ত। কানাডায় এই প্রথম কোনো নেতা এতটা তোপের মুখে পড়েও দলের প্রধান থাকার অনড় সিদ্ধান্ত বলবৎ থাকলেন।

ট্রুডো সাফ জানিয়ে দিয়েছেন তিনি আগামী নির্বাচনে দলের প্রধান হয়ে লড়বেন। যদিও বর্তমানে জনমত জরিপে তিনি কিছুটা পিছিয়ে আছেন আগামী নির্বচনে দলে নির্বাচিত হওয়ার জন্য।

যাই হোক, নিজেকে একটুখানি টাইমলাইনে আনার চেষ্টা করছেন তিনি। গতকাল বৃহস্পতিবার ট্রুডো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন ‘temporarily lift the federal sales tax off a number of items.’ এই সিদ্ধান্তের সাপোর্ট জানিয়ে ট্রুডোর পাশে আছেন বিরোধী দল NDP এর নেতা Jagmeet Singh.

ট্রুডোর নগদ মানি

এর মানে হলো এই যে, তিনি নির্দিষ্ট কিছু জিনিসপত্রের ওপর ফেডারেল ট্যাক্স নেবেন না দুই মাসের জন্য। ডিসেম্বরের ১৪ তারিখ থেকে ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত। এসব জিনিসের মধ্যে থাকবে বাচ্চাদের পোশাক, জুতা, টয়, ডায়াপার ইত্যাদি। ওদিকে আরো আছে। যেমন; রেস্টুরেন্ট ফুড, দুষ্টু পানিসহ বড়োদিনের গাছপালা ও ভিডিও গেইম।

এখন আপনারা তো চোখ পাকাচ্ছেন। ভাবতেছেন শুরুতে যে বললাম মিস্টার ট্রুডো জনগণকে নগদ টাকা দেবেন। সেটা কী হলো?

সেটাও আছে তো। ট্রুডো এটাও ঘোষণা দিয়েছেন যে, তিনি সেই সব কানাডিয়ানকে $250 CAD এর একটা চেক পাঠিয়ে দেবেন যারা 2023 সালে কাজ করেছেন এবং আপ টু $150,000 কানাডিয়ান ডলারের নিচে ইমকাম করেছেন। নির্দিষ্ট বছরটার আয় এর বেশি হলে তারা এই উপহার মানি পাবেন না সোজা কথা। বাৎসরিক আয়ে $150,000 cad এর বেশি না হওয়া মানুষের সংখ্যা অগণিত। গণনা করে দেখা গেছে যে, আনুমানিক 18.7 মিলিয়ন কানাডিয়ান এই মানি পাবেন। এই মানি সমগ্র কানাডার যোগ্য ক্যান্ডিডেটরা পাবেন।

এর আগে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড ঘোষণা দিয়েছেন যে তিনি অন্টারিওর প্রত্যেকটা মানুষকে গুণে গুণে $200 cad এর চেক দেবেন। একেবারে দুধের শিশু থেকে গ্রান্ডফাদার পর্যন্ত যেই থাকবে পরিবারে সবাই ডাগ ফোর্ডের এই মানি রিসিভ করবেন জানুয়ারির দিকে। ফোর্ডের মানি হিসেব করলে আমাদের পরিবারের ছয়জন পাব $1200 cad. আর ট্রডোর মানি আমরা দুইজন পাব অনলি। সেটা হবে $259+$250 CAD =$500 CAD.

ট্রুডোর নগদ মানি

তাহলে সবকিছু যোগ করলে আমরা পাচ্ছি $12,00+$500 CAD= $17,00 CAD.

দুই সরকারের কাছ থেকে উপহার মানি পাচ্ছি $17,00 CAD. খারাপ কী!

কতো রকম বেনিফিটস আছে সেসবের পাশাপাশি এমন কিছু উপহার মানি বেশ উৎসাহ জোগায়।

এদিকে ট্রডোর বিরোধী দলের নেতা Pierre Poilievre ট্রুডোর এই দানশীলতাকে কঠোরভাবে সমালোচনা করেছেন। তাঁর দাবি  এগুলো ট্রুডোর নির্বাচনী কৌশল। এসব করে ট্রুডো কার্বন ট্যাক্স বাড়িয়ে দেবেন ফিউচারে।

আর জনগণ বলেছে, ট্যাক্স বাদ দিচ্ছ ভালো কথা। সেটা temporary কেন? বাদ দিলে চিরতরে দাও।

এদিকে ট্রুডো কারোর কথা কানে তুলছেন না। তিনি বলেছেন, “Our government can’t set prices at the checkout, but we can put more money in people’s pockets.”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com