মেক্সিকো সিটিতে জমেছে মিস ইউনিভার্স, ২০২৪ এর আসর। সেই আসরে প্রথমবারের মতো হিজাব পরেই অংশ নিলেন সোমালিয়ান সুন্দরী খাদিজা ওমর। বছর তেইশের এই তরুণী জন্মেছিলেন আফ্রিকার দেশ কেনিয়ায়। সেখানকার এক শরণার্থী ক্যাম্পে জন্ম তাঁর। এরপর ২০১০ সালে বাবা–মায়ের হাত ধরে কানাডায় আসা। শরণার্থীর সঙ্গে এবার অভিবাসীর তকমা লেগেছিল সঙ্গে। মুসলিম উদ্বাস্তু ও কৃষ্ণাঙ্গ পরিবারের মেয়ে খাদিজা তাই স্বপ্ন দেখেছিলেন এমন কিছু করার, যাতে নিজের একটি পরিচয় গড়ে তোলা যায়। মিস ইউনিভার্সের আসরে প্রথম হিজাব পরা নারী তিনি। সৌন্দর্য ও ফ্যাশনের যে কোনও বাঁধা-ধরা সংজ্ঞা হতে পারে না, তারই এক উজ্জ্বল নজির খাদিজা। চলুন দেখে নেওয়া যাক ইন্সটাগ্রামে খাদিজার লুকবুক থেকে কিছু ছবি।