কিভাবে কাটাবেন স্কটল্যান্ডের এডিনব্রা শহরে ২ রাতের জন্য আসলে? তা নিয়েই আজকের বিস্তারিত। পড়ার পর অবশ্যই জানাবেন উপকারে আসলো কি-না!
ডে ১: লন্ডন থেকে বা ইংল্যান্ডের যে কোনো জায়গা থেকে আসলে চেষ্টা করবেন এয়ারে আসার জন্য,তাহলে সকাল ১০-১১ টার ভিতর আপনি এডিনব্রা শহরে পৌঁছে যাবেন। আসার পর ‘Duck & waffle’ এ সকালের নাস্তার সাথে ক্যাসল ভিউও দেখে নিলেন! এর পাশেই আছে ‘দেশি
নাস্তা’ নামক হালাল রেস্টুরেন্ট। ব্রাঞ্চ সেরে ক্যাসল ঘুরে দেখলেন ছবি তুললেন ১-২ টা পর্যন্ত। সেখান থেকে চলে যেতে পারেন হোটেলে বা এয়ারবিএনবিতে। দুপুরের পর বের হয়ে যা যা দেখতে পারেন রাত পর্যন্ত।
Royal Mile
Calton Hill (best late noon to see sunset)
Scottish Parliament (Free entry)
Old Town
Dean Village
Arthur’s seat. (Best for hikers)
ডে ২: ওইদিন শহর থেকে বের হয়ে ডে ট্যুর দিতে পারেন নিকটস্থ কোনো পর্যটনে। সেক্ষেত্রে আমরা শেষবার গিয়েছিলাম লক লমন্ডে (যদিও এটা গ্লাসগো থেকে আরোও কাছে)। পুরো একটা দিন লক লমন্ডের জন্য বরাদ্দ রেখে দিতে পারেন। লক লমন্ডে একদিনে যা যা করতে পারেন,তবে খুব সকালের ট্রেন চড়েই যেতে হবে এবং এ নিয়ে বিস্তারিতও আমার আগের পোস্টে পাবেন।
Cruise Tour
Loch Lomond Castle
Luss Village
তারপর সেখান থেকে এডিনব্রা শহরে এসেই করতে পারেন ডিনার। বেশ কয়েকটা ইন্ডিয়ান এবং তার্কিশ রেস্টুরেন্ট আছে। যার মাঝে, ডিসুম,দরবার এবং রুস্তম রিকোমান্ডেড।
ডে ৩: ওই দিন যদি বিকালে ট্রেন/প্লেন থেকে চলে যাওয়ার জন্য তাহলে সকালে উঠেই বেরোতে পারেন ‘আর্থার সিটে’র উদ্দেশ্যে। ওইটা যদি সকাল ১০ টার ভিতর কাভার করতে না পারেন তাহলে বেস্ট হবে ‘নর্থ বেরউইকে’ চলে যেতে পারেন, ৩০-৪০ মিনিটে জার্নি মাত্র। ওইখানে গিয়ে যা যা দেখতে পারেন
Tantallon Castle
Scottish Sea bird centre
Seacliff beach (sand beach)
এগুলো ছাড়াও ওখানকার ঢিবির মতো উঁচু পাহাড়ে উঠে সমু্দ্র বিলাস করতেই পারেন স্কটল্যান্ড ছেড়ে যাওয়ার
আগ মূহুর্তে।
হোটেলের খরচ বেশি,তাই এডিনব্রাতে আসলে ‘এয়ারবিএনবিতে’ উঠার চেষ্টা করবে এবং শহরের আশেপাশেই উঠার চেষ্টা করবেন। যাতে করে সহজে সবকিছু ঘুরতে পারেন।
সামারে আসলে থাকার খরচ পড়বে দুই বেডরুমের জন্য ২ রাত এরাউন্ড £২৫০-৩০০।
শহরের ভিতর £১০ এর ভিতরেই ঘুরতে পারবেন সব! হাঁটতে পারলে সেটিও লাগবে না!
এয়ারবিএনবিতে থাকলে নিজেই কম টাকায় বানিয়ে খেতে পারবেন,তেমন খরচ আসবেনা। তবে বাইরে খেলে ১ জনের জন্য ৩ দিনে খরচ আসবে এরাউন্ড £৭০-৮০।
লক লমন্ড ট্যুরে টিকেট খরচ দেখে নিতে পারেন ট্রেনলাইনে৷ Edinburgh to Balloch স্টেশন মেরে। আগে কেটে রাখলে কমে পাবেন!
মোট খরচ কতো আসবে ডিপেন্ড করবে কি খাচ্ছেন,কোন টাইপের একোমোডেশনে উঠছেন। তবে প্লেনে আসলে খরচ যেহেতু কম,এভারেজ £২৫০-৩০০ ভিতর ১জনের পুরো প্যাকেজ হয়ে যাবে ইনশাআল্লাহ!
২ রাত ৩ দিনের জন্য আপনি ঠিক কতোটুকু দেখবেন তা নির্ভর করে আপনার এ্যানার্জির উপর। যতো বেশি সকালে উঠবেন এবং বুদ্ধিমত্তার সাথে পাবলিক ট্রান্সপোর্ট ইউস করবেন,ততো বেশি জায়গা ঘুরতে পারবেন এবং এনজয় করতে পারবেন।
Like this:
Like Loading...