সিলেটের চা–প্রেমীদের স্বর্গ শ্রীমঙ্গল, মৌলভীবাজার আর রাধানগরে এই ইকো রিসোর্টের অবস্থান। চা পাতার ঘ্রাণে মৌতাত লাগানো এই রিসোর্ট ভ্রমণপ্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। চলছে নানা ধরনের অফার।
দূরে ভারতীয় সীমান্তে পাহাড় আর ঝরনার দেখা মেলে, নিচে বিস্তৃত সবুজ সমতল। সীমান্তঘেঁষা এ রিসোর্টের অবস্থান সিলেট শহর থেকে জাফলং যাওয়ার পথে হাতের ডানে। এটা এতই নয়নাভিরাম যে চাইলে যে কেউ আনমনে ঘণ্টার পর ঘণ্টা এখানে কাটিয়ে দিতে পারবেন।
সিলেট শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত শুকতারা নেচার রিট্রিট রিসোর্ট। এটি সিলেটের খাদিমনগর এলাকায় অবস্থিত। সিলেট ওসমানী এয়ারপোর্ট থেকে প্রায় আধা ঘণ্টা এবং সিলেট রেলস্টেশন থেকে প্রায় ২০ মিনিটের রাস্তা। পাহাড়ের ওপর বানানো হয়েছে দৃষ্টিনন্দন রিসোর্টটি। একটি রেস্টুরেন্ট, তিনটি হিলভিউ কটেজ, ভেতরের দিকে কিছু কটেজ ও সুইমিং পুলের সঙ্গে একটি কটেজ—এসব স্থাপনা নিয়েই রিসোর্টটি।
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের রাধানগরে শান্তিবাড়ি ইকো রিসোর্ট। যান্ত্রিক জীবন থেকে বেশ দূরে শব্দহীন জোনাকি পোকায় আলোকিত রাতের নিস্তব্ধতা প্রাণ ভরে উপভোগ করার অনন্য সুযোগ আছে শান্তিবাড়িতে। এই ইকো রিসোর্ট গড়ে তোলেন ট্যুরিজম বিশেষজ্ঞ তানভীরুল আরেফিন লিংকন।