বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

কানাডায় ওয়ার্ক পারমিট

  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

আমার সঙ্গে এক বাঙালি ভাইয়ের পরিচয় হয়েছে। তিনি কানাডায় এসেছেন ষোল বছর আগে। তিনি বলেছেন, তিনি যখন বাংলাদেশে থাকতেন তখন তিনি জব অফার পান কানাডা থেকে। দেশে তিনি আইটি ছিলেন। তো আইটিতেই কানাডা থেকে জব অফার পাওয়ার পর তিনি ওয়ার্ক পারমিটও পেয়ে যান। চলে আসেন কানাডায়। জব করেছেন ও এখন পর্যন্ত করে যাচ্ছেন আইটি স্পেশালিস্ট হিসেবেই।

ওনাকে দেখে আমার মনে হয়েছে বর্তমানে তার বয়স চল্লিশের মধ্যে হবে। যদিও তাকে দেখে আমার কাছে আরো ইয়াং মনে হয়েছে। আমি আন্দাজ করেছি এ কারণে যে, তিনি অলরেডি এখানে ষোল বছর আছেন। দেশে তো চাকরিও করেছেন। তবে তিনি একা ছিলেন। মানে ম্যারিড ছিলেন না। বয়স মোটামুটি তখন কমই ছিল। কানাডায় আসার ব্যাপারে বয়সটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন বলছি। আপনি যদি ইমিগ্রেশনের জন্য আবেদন করেন, তাহলে বয়স বেশি হলে কম পয়েন্টস পাবেন বয়সের ক্ষেত্রে। আবার যখন জব অফার নিয়ে আসবেন, এখানে এসে যখন PR এর জন্য আবেদন করবেন তখনও বয়সে পয়েন্টস কম-বেশি হবে। সুতরাং ইয়াং থাকতে এক কলা, বেশি বয়সে ষোল কলার ব্যাপার।

যাই হোক, ভাইটাকে দেখে কিন্তু এক দর্শনে হাই স্মার্ট মনে হয়েছে। স্মার্টনেসটা হয় কিন্তু অনেক কিছুর সংমিশ্রণে। কথা বলার স্টাইল, পোশাকের রুচিশীলতা বা স্মার্টনেস, ভদ্রতা, বুদ্ধিমত্তা, গুডলুকিং সব কিছু মিলিয়ে আরকি। ঐসব মিলিয়ে তাকে স্মার্টই বলা যায় সন্দেহ নেই।

তিনি কয়েক বছর আগে একটা মুসলিম দেশে  গিয়েছিলেন অল্প কিছুদিনের ভিজিটে । সেখানে তিনি এক তরুণীকে দেখে মুগ্ধ হন। তারপর পরিচয়, ভালোবাসা ও পরিণয়। রোমান্টিকও অনেক।

তিনি চলে আসেন কানাডায়। বউকে আনেন তারপরে। দুই বছরের এক সন্তানের জনক তিনি। আরেক জন অনাগত। সুখের পরবার।

তিনি কানাডায় চাকরি করেন এবং বাৎসরিক ইনকাম অনেকটা হাই লেভেলের। $120-150k এর মতো। এটা কিন্তু বড়ো মাপের ইনকাম ধরা হয় সাধারণত।

সবচেয়ে বড়ো কথা কি জানেন? তিনি একজন আইটি। এবং কানাডায় এসেছেন বাংলাদেশ থেকে জব অফার নিয়ে।

এখানেই ফুল স্টপ দিতে হবে। আপনি মিলিয়ে দেখে নেন, কয়জন আইটি প্রফেশনাল সরাসরি বাংলাদেশ থেকে কানাডায় জব অফার নিয়ে এসেছেন? অনেক আগে কিছু আসলেও আসতে পারেন।  আমি বলছি আসলেও তার মানে আমি শিওর না কেউ আসতে পেরেছেন কিনা। যাই হোক অনেক বছর ধরে বাংলাদেশ থেকে জব অফার নিয়ে আসা মোটামুটি অসম্ভব একটা ব্যাপার। তবে এখানে আরেকটা কথা আপনারা সবাই জানেন। ভারতীয় আইটি প্রফেশনালরা এসেছেন অসংখ্য। জব অফার নিয়ে। এখানে কারণ আছে। ভারতীয়দের সঙ্গে কানাডার কনেকশন ভালো ছিল। তার ওপরে ভারতীয় আইটিরা এক ধাপ এগিয়ে। ভারতীয় কোম্পানি কানাডায় আছে। সুতরাং কানাডার ভারতীয় কোম্পানি ভারতের কোম্পানি থেকে জব অফার দিয়ে নিয়ে আসে আইটিদের।  এমনটা বাংলাদেশের জন্য হয় না।

তবে ভারতীয় আইটি যারা এসেছেন জব অফার নিয়ে, তাদের অনেকেই হিমশিম খাচ্ছেন PR এর জন্য নির্ধারিত পয়েন্টস ওঠাতে। অনেক ফিরে গেছে অলরেডি। আর অনেকে যেতে পারেন। চেষ্টা করেও পয়েন্টস ওঠানো যাচ্ছে না।

সেই জন্য আমি যখন ঐ বাঙালি ভাইকে মিট করলাম, এবং জানলাম তিনি আইটি হিসেবে নিজের যোগ্যতায় জব অফার নিয়ে কানাডায় এসেছেন বাংলাদেশ থেকে, তখন কিন্তু খুব ভালো লেগেছে।

আমার মনে আপনারা যারা নার্সিং পেশায় আছেন বা কানাডায় বর্তমানে যেসব ফিল্ডের ডিমান্ড আছে, সেসব বিষয় জব অফার খুঁজতে পারেন। নার্সিং বা health trade, skilled trade এসবের জন্য LMIA এর সমস্যা নেই। তবে মনে রাখবেন জব অফার বা ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় আসা অতটা ইজি না। চেষ্টা করলে হতে পারে অসম্ভব কী বলেন!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com