কলকাতা থেকে ফুকেটের ‘ডিরেক্ট ফ্লাইট’ চালু হয়ে গেল। সেই বিমান পরিষেবা চালু করেছে এয়ার এশিয়া থাইল্যান্ড। প্রথম বিমানে কতজন যাত্রী উঠলেন? কলকাতা-ফুকেট বিমানের সময়সূচি দেখে নিন। কখন কলকাতা থেকে ছাড়বে? কখন ফুকেট থেকে ছাড়বে?
যাবতীয় প্রতীক্ষার শেষে কলকাতা এবং থাইল্যান্ডের ফুকেটের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হয়ে গেল। প্রতিদিন সেই বিমান চালাবে এয়ার এশিয়া থাইল্যান্ড। সোমবার উদ্বোধনী বিমানের ৫২ শতাংশ আসন ভরতি ছিল। যে বিমানে মোট আসনের সংখ্যা হল ১৮০। তবে নভেম্বরে ওই বিমানের চাহিদা আরও বাড়তে চলেছে। নভেম্বরে বিমানের ৯০ শতাংশ আসন ইতিমধ্যে বুকিং হয়ে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Fly AirAsia)
এমনিতে কলকাতা থেকে ফুকেটের মধ্যে সরাসরি বিমান এই প্রথম চালু হল না। ২০২২ সালে অল্প সময়ের জন্য সেই পরিষেবা চালু করেছিল গো ফার্স্ট। কিন্তু অনিয়মিতভাবে বিমান চলত। ফলে যাত্রীদের কাছে কখনও আকর্ষণীয় হয়ে ওঠেনি। কিন্তু এয়ার এশিয়া থাইল্যান্ড রোজ বিমান চালানোয় প্রচুর যাত্রী হবে বলে মনে করছেন ট্র্যাভেল এজেন্টরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Fly AirAsia)
তাঁদের মতে, ব্যাঙ্কক এবং পাটায়ার পাশাপাশি থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় ‘ডেস্টিনেশন’ হয়ে উঠেছে ফুকেট। কলকাতা থেকে সরাসরি ফুকেটের বিমান চালু হওয়ায় প্রচুর মানুষ যাতায়াত করবেন। তাছাড়া যাঁরা ‘ডেস্টিনেশন ওয়েডিং’-র পরিকল্পনা করেছেন, তাঁরা ফুকেটকে বেছে নিতে পারবেন। সরাসরি বিমান চালু হয়ে যাওয়ায় যাতায়াতের ঝক্কি কমবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)