সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশী তরুন-তরুণীদের তিন সপ্তাহ ব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে আমেরিকা। ২০-২৫ বছর বয়সী বাংলাদেশসহ যেকোনো দেশের তরুণ-তরুণীরা এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য পাসপোর্ট ছাড়াই আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি আমেরিকার সান দিয়েগো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট (HSI) -এ অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ সময় ১০ জানুয়ারী ২০২৫।
হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট (HSI) -সামার এক্সচেঞ্জ প্রোগ্রামটি ফ্রেড জে. হ্যানসেন ফাউন্ডেশন দ্বারা সম্পূর্ণ অর্থায়িত একটি প্রোগ্রাম। এটি একটি নন-একাডেমিক প্রোগ্রাম। হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট (HSI) প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের একটি “লিডারশিপ টুলবক্স” প্রদান করা। যার মাধ্যমে দ্বন্দ্ব নিরসন করা এবং নিজ নিজ দেশ এবং সারা বিশ্বের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা যায়।
সুযোগ-সুবিধাঃ
* রাউন্ড ট্রিপ ইন্টারন্যাশনাল এয়ারফেয়ার টিকেট।
* ভিজিটর (SEVIS) ফি।
* স্বাস্থ্য বীমা।
* সম্পূর্ণ আবাসন ব্যবস্থা।
* প্রোগ্রামের সময়কালের জন্য সম্পূর্ণ খাবার।
* পরিবহন খরচ।
* প্রোগ্রাম উপকরণ।
* অংশগ্রহণ সার্টিফিকেট।
* এক্সপোজার এবং ট্রিপ।
এগুলা ছাড়াও আরো নানা ধরনের সুবিধা প্রদান করা হবে।
যোগ্যতাসমূহঃ
* স্নাতকের শিক্ষার্থীদের অবশ্যই কলেজ/বিশ্ববিদ্যালয়-এ অধ্যায়নকাল ২ বছর পূরণ করতে হবে।
* আবেদনকারীর বয়স ২০-২৫ বছর হতে হবে।
• একাডেমিক রেফারেন্স।
* ইংরেজি দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেসকল আবেদনকারী কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রে যায়নি তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়াঃ
তিন সাপ্তাহ ব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্ম একবার জমা দিলে আর সম্পাদনা করা যাবে না।
সরাসরি আবেদন করতে ক্লিক করুন