প্রচণ্ড তাপপ্রবাহে শুকিয়ে থাকা পাহাড়ের ঝরনাগুলো বর্ষায় প্রাণ ফিরে পেয়েছে। পাহাড়ের কোলে মানুষ আনন্দে মেতে উঠছে প্রতিদিন। বনজঙ্গল, লতাগুল্মের সবুজে ঢাকা পাহাড়ের বুক চিরে সাদা জলপ্রপাত নামছে অবিরামভাবে কাপ্তাই হ্রদে। উঁচু পাহাড়ের গা বেয়ে পানির ধারা এসে পড়ছে নিচে। সেখানে খাদের গায়ে পানির ধারার আছড়ে পড়ার শোঁ শোঁ গর্জন হ্রদে ডুবে থাকা নির্জন পাহাড়ের গায়ে ধাক্কা খেতে খেতে ছড়িয়ে পড়েছে চারপাশে। বর্ষায় যৌবন ফিরে পাওয়া এই ঝরনাগুলো রাঙামাটির বিভিন্ন এলাকায় দেখা যায়।