শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

ফলকার টুর্ক ঢাকা সফরে আসবেন ২৯ অক্টোবর

  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

তিন দিনের সফরে আগামী ২৯ অক্টোবর ঢাকা সফরে আসার কথা রয়েছে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের। তার সফরে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থার পাশাপাশি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষয়ে আলোচনা হ‌ওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র এই তথ‌্য জানিয়েছে। সূত্র জানায়, হাইকমিশনার ফলকার টুর্কের ঢাকা সফর নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের হাইকমিশনারের দপ্তর কাজ করছে। সব কিছু ঠিক থাকলে ২৯-৩১ অক্টোবর ঢাকা সফর করবেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার।

ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র বলছে, ইতোমধ্যে ফলকার টুর্কের ঢাকা সফরের তারিখ চূড়ান্ত হয়েছে। তি‌নি ২৯ অক্টোবর ঢাকায় আসবেন। সফরে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে বিগত আওয়ামী লীগ সরকার কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল, সে বিষয়ে অনুসন্ধানে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নিতে পারেন টুর্ক।

এ ছাড়া, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষয়ে আলোচনা হবে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলা নিয়ে উভয়পক্ষের নীতিগত সম্মতি রয়েছে। টুর্কের সফরের সময়ে এই ব্যাপারে বিস্তর আলোচনা হতে পারে।

জানা গেছে, ঢাকা সফরের সময় ফলকার টুর্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন ছাড়াও অন্তর্বর্তী সরকারের কয়জন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া, তি‌নি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতি‌নি‌ধিদের সঙ্গে বৈঠক করার কথা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ‌্য বলছে, গত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফলকার টুর্কের ঢাকা সফরের কথা ছিল। তবে উভয়পক্ষের সময়সূচীতে না মেলায় সফরটি পেছানো হয়। প্রসঙ্গত, সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে‌ছিলেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com