শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন কেটে গেছে: পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিগত সরকারের যে টানাপোড়েন ছিল, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সেটি কেটে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক নানা বিষয়ে এদিন ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

যুদ্ধের কারণে লেবানন থেকে বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লেবাননে ৭০ হাজার থেকে ১ লাখ বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন। অনেকেই আসতে চান না। কারণ, অনেক টাকা খরচ করে তারা সেখানে গেছেন। তাই বিপদ জেনেও তারা সে দেশে থাকতে চান।’

পররাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে ফেরার জন্য নিবন্ধনকারীদের মধ্যে ১৬৭ জনের বৈধ নথি রয়েছে, বাকিদের নেই। আইওএম ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদের ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার। প্রতিদিন প্রায় ৫০ জনের মতো আসতে পারবেন। ২০ অক্টোবর প্রথম ফ্লাইট ৫৩ জন এবং ২২ অক্টোবর ৫৮ জন ঢাকায় আসবেন বলে আশা করা যাচ্ছে।

তৌহিদ হোসেন বলেন, ‘বৈরুত থেকে একসঙ্গে ৫০ জনের বেশি সিট প্লেনে পাওয়া যাচ্ছে না। সে জন্য প্রয়োজনে সমুদ্রপথে তাদের তুরস্কের মিরসিন বন্দরে এনে পরে প্লেনে দেশে আনা হবে। এটি অনেক ব্যয়বহুল, তার পরও জীবনের নিরাপত্তায় এ ব্যবস্থা আমরা রাখছি।’

ভারতের ভিসাপ্রত্যাশীদের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, ‘ভিসা দেওয়া বা না দেওয়া একটি দেশের সার্বভৌম অধিকার। বাংলাদেশিদের সমস্যা ভারতের হাইকমিশনারকে বুঝিয়ে বলা হয়েছে। ভারত এ মুহূর্তে শুধু জরুরি চিকিৎসার জন্য ভিসা ইস্যু করছে। মাত্র ১০ শতাংশ ক্ষমতা নিয়ে তারা কাজ করছে। তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল।’

অন্য দেশের ভিসা নিতে ভারতে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা চলছে। যেমন এখন রোমানিয়ার ভিসা আবেদন ভিয়েতনাম গ্রহণ করছে, যা আগে ভারত থেকে নিতে হতো।’ এ ব্যাপারে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান তিনি।

আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীর অবস্থান সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আদালত যে ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সরকার তাদের সবার অবস্থান খুঁজে বের করার চেষ্টা করবে।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবারের কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আসন্ন বিমসটেক সম্মেলনেও তিনি অংশ নেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com