রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

ফ্লাইটে চালানো হলো প্রাপ্তবয়স্কদের ছবি, অতঃপর…

  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

অস্ট্রেলিয়ার সিডনি থেকে জাপানের হানেদার দিকে উড়ছিল উড়োজাহাজটি। যখন মাঝআকাশে তখন আচমকাই সব যাত্রীর  টিভি স্ক্রিনে এমন একটা মুভি শুরু হয় যা ছিল প্রাপ্তবয়স্কদের। কোয়ান্টাস এয়ারলাইন্সের ফ্লাইট কিউএফ৫৯ -এ গত সপ্তাহে এ ঘটনা ঘটে।

নিউজ.কম.এইউ জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে উড়োজাহাজটিতে ‘দাদ্দিও’ নামের ছবিটি চালু হয়।  ওই সময় যাত্রীরা তাদের  টিভিতে চলা ছবিটি বদলাতেও পারছিলেন না।

উড়োজাহাজের এক যাত্রী বলেছেন, ছবিটি বাদ দেওয়া বা টিভি বন্ধ করা সম্ভব হচ্ছিল না। সবচেয়ে খারাপ বিষয় হলো ছবিটি খুবই অনুপযুক্ত ছিল। প্রায় এক ঘণ্টা পর পরিবার নিয়ে দেখা যাবে এমন একটি ছবি ছাড়তে সমর্থ হই আমরা। সবার জন্য, বিশেষ করে যাদের সঙ্গে শিশু ছিল তাদের জন্য এটি খুবই বিব্রতকর ছিল।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, যখন যাত্রীরা নিজের ইচ্ছেমতো কিছু দেখতে পারছিলেন না তখন কেবিন ক্রুরা অন্যদের জিজ্ঞেস করেন তারা কোন ছবি দেখতে চান। ওই সময় ‘দাদ্দিও’ নামের একটি ছবি দেখানো শুরু হয়। তবে সিনেমাটি যে প্রাপ্ত বয়স্কদের বিষয়টি অনেক পরে তারা বুঝতে পারে।

কোয়ান্টাস এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, ফ্লাইটের এন্টারটেইনমেন্ট সিস্টেমে ত্রুটির কারণে যাত্রীরা নিজ পছন্দমতো ছবি বা ভিডিও দেখতে পারছিলেন না। এ ঘটনায় ক্ষমা চেয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com