মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

সিইওর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, যুক্তরাষ্ট্রে ভারতীয় আইনজীবী বরখাস্ত

  • আপডেট সময় শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত একজন আইনজীবীকে তার কোম্পানির সিইওর সঙ্গে ‘কর্মক্ষেত্রে অনৈতিক সম্পর্কের’ অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নরফোক সাউদার্ন করপোরেশন, আটলান্টার চিফ লিগ্যাল অফিসার নবনীতা নাগকে ওই কোম্পানির সিইও অ্যালান শ-এর সাথে ‘সম্মতিপূর্ণ সম্পর্কের’ অভিযোগের তদন্তের পর তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

 নরফোক সাউদার্ন করপোরেশন জানিয়েছে, 

তাদের সম্পর্ক সম্মতিপূর্ণ ছিল। তবে ওই দুই কর্মকর্তা সম্পর্কে জড়িত থাকার মাধ্যমে কোম্পানির নীতিমালা এবং নৈতিকতার নিয়ম লঙ্ঘন করেছেন।

কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘এই পদক্ষেপ একটি চলমান তদন্তের প্রাথমিক ফলাফলের সঙ্গে সম্পর্কিত, যা নির্ধারণ করে যে অ্যালান শ কোম্পানির প্রধান আইনি কর্মকর্তার সাথে সম্মতিমূলক সম্পর্কে জড়িয়ে কোম্পানির নীতি লঙ্ঘন করেছেন।’

এতে আরও বলা হয়, ‘শ-এর প্রস্থান কোম্পানির কর্মক্ষমতা, আর্থিক প্রতিবেদন এবং কার্যক্রমের ফলাফলের সাথে সম্পর্কযুক্ত নয়।’

 
নিজের লিংকডইন প্রোফাইলে, নবনীতা নাগ নিজেকে একজন ‘পাকা নেতা’ হিসেবে এবং তিনটি ফরচুন ৩০০ পাবলিক কোম্পানির সঙ্গে কাজ করার কথা উল্লেখ করেছেন।
 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com