মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

ভারতীয়দের চাকরিচ্যুতসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

ভারতীয়দের চাকরিচ্যুতসহ ৯ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন গাজীপুরের শ্রীপুরে আর এ কে সিরামিক কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বুধবার (৪ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় কারখানার সামনে সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৫ ঘণ্টা শ্রমিকরা মহাসড়কে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে শ্রমিকদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের প্রস্তাব দিলে তারা মহাসড়ক থেকে সরে যায়।

শ্রমিকদের দাবিগুলো হলো- কারখানার নিয়মনীতির পরিবর্তন ও সংশোধন নোটিশের মাধ্যমে করতে হবে, প্রতিবছরের ফেব্রুয়ারি মাসে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানসম্মত বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে, চলতি বছরের বেতন বৃদ্ধি আজকের (৪ সেপ্টেম্বর) মধ্যে নিশ্চিত করতে হবে, কারখানার অভ্যন্তরে শ্রমিক থেকে ম্যানেজমেন্ট-স্টাফ পর্যন্ত সকল ভারতীয়দের অপসারণ করতে হবে, জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত এরিয়া বিল দিতে হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে জড়িত শ্রমিকদের হাজিরা নিশ্চিত করতে হবে, নতুন এবং পুরাতন বেতন কাঠামো সঠিকভাবে প্রণয়ন করতে হবে, সিভিল কর্মীদের সর্বনিম্ন ৫০০ টাকা হাজিরা দিতে হবে, হাজিরা বোনাস ১৫০০ টাকা করতে হবে, আন্দোলনের পরে কর্মস্থলে যোগদানের পর কোনও কর্মীকে অযথা হয়রানি, বহিষ্কার ও চাকুরিচ্যুত করা যাবে না। হয়রানি, বহিষ্কার ও চাকুরিচ্যুত করলে পুনরায় শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে বাধ্য হবে।

শ্রমিকরা জানান, জানুয়ারি মাসে বাৎসরিক বেতন বৃদ্ধি করলেও ওই বেতন না দিয়ে আগের গেজেট অনুযায়ী বেতন পরিশোধ করেছে কারখানা কর্তৃপক্ষ। এ সময় ইনক্রিমেন্ট আকারে বেতন পরিশোধের দাবি জানান তারা।

আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, শ্রমিকদের ইনক্রিমেন্টের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে শ্রমিকরা আজকের মধ্যেই তাদের দাবি পরিশোধের কথা বলছে। কারখানা কর্তৃপক্ষর আজকের মধ্যে পরিশোধ করতে অপারগতা জানালে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

গাজীপুর শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম সোহেল রানা বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি। শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com