শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

হারিয়ে যাওয়া এক জোড়া কাঁচি খুঁজতে গিয়ে জাপানের বিমানবন্দর বন্ধ ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

হোক্কাইডো বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, ‘ওই দোকানের ব্যবস্থাপনায় গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে আমরা স্বীকার করে নিচ্ছি। আমাদের ভয় ছিল, এই ঘটনার সঙ্গে বিমান ছিনতাই বা সন্ত্রাসবাদের সংযোগ থাকতে পারে।’

জাপানের ব্যস্ততম একটি বিমানবন্দরের বোর্ডিং গেটের কাছে একটি দোকান থেকে খোয়া যায় এক জোড়া কাঁচি। সেই কাঁচি খুঁজতে বেধে যায় হুলুস্থুল কাণ্ড। বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরের অভ্যন্তরীণ কাজ, বাতিল করা হয় ৩৬টি ফ্লাইট এবং শিডিউল বিপর্যয় হয় ২০১টি ফ্লাইটের।

গত শনিবারই জাপানের হোক্কাইডোর নিউ চিতোস বিমানবন্দরে ঘটে এমন ঘটনা। কাঁচি জোড়ার খোঁজে একাধিকবার তল্লাশি করা হয় যাত্রীদের। তল্লাশি চালাতে গিয়ে ভিড় জমে যায় এবং সৃষ্টি হয় লম্বা লাইনের। যার কারণে শনিবার সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে নিরাপত্তা তল্লাশি। এসময় হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন।

এতো হুলুস্থুল বাধিয়ে দেওয়া কাঁচি দুটি পরদিন দোকান থেকেই খুঁজে যাওয়া যায়।

গত সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কাঁচি জোড়া খুঁজে পাওয়া গেছে। যে দোকান থেকে হারিয়েছিল, সেই দোকানের একজন কর্মী দোকানের ভেতরে কাঁচি জোড়া খুঁজে পান। ওই কাঁচি দুটিই যে হারিয়ে যাওয়া কাঁচি, তা নিশ্চিত হওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

জাপানে এ মাসের ১৩ থেকে ১৬ তারিখ বার্ষিক ‘বন হলিডে’ ছিল। ফলে গত শনিবার জাপানে বিমানবন্দরগুলোতে যাত্রীর প্রচণ্ড চাপ ছিল।

হোক্কাইডো বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, ‘ওই দোকানের ব্যবস্থাপনায় গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে আমরা স্বীকার করে নিচ্ছি। আমাদের ভয় ছিল, এই ঘটনার সঙ্গে বিমান ছিনতাই বা সন্ত্রাসবাদের সংযোগ থাকতে পারে।’

কাঁচি হারিয়ে যাওয়ার পর সেটি খুঁজে পেতে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষের ব্যাপক প্রশংসা হচ্ছে। অনেকে বলেছেন, এই ঘটনা জাপানে আকাশপথে ভ্রমণের নিরাপত্তার বিষয়ে তাদের আস্থা পুনরায় নিশ্চিত করেছে।

জাপানের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি নিউ চিতোসে বিমানবন্দর। বিশ্বে যে-সব বিমানবন্দর দিয়ে সবচেয়ে বেশি অভ্যন্তরীণ যাত্রী যাতায়াত করে, সেই তালিকায় এটি দ্বিতীয়। ২০২২ সালে এই বিমানবন্দর দিয়ে দেড় কোটির বেশি মানুষ যাতায়াত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com