শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

স্নাতকোত্তর করুন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটিতে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আংশিক স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান। ইউএনআইএল (UNIL) মাস্টার্স গ্রান্টস এর আওতায় দশজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ১ নভেম্বর ২০২৪।

ইউনিভার্সিটি অব লুসান সুইজারল্যান্ডের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ১৫৩৭ সালে বিশ্ববিদ্যালয়টি স্কুল অব থিওলজি হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৮৯০ সালে  এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

সুযোগ-সুবিধা

*  টিউশন ফি প্রদান করবে।
* আবাসন সুবিধা প্রদান করবে।
* প্রতিমাসে ১৬০০ সুইস ফ্রাঙ্ক (বাংলাদেশী টাকায় ২লাখ ১৮ হাজার ৬২৭ টাকা) প্রদান করবে।
অন্যান্য সকল খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ জুলাই (বছরে ১০ মাস) মাস্টার্সের সম্পূর্ণ সময়কালের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে ।

যোগ্যতাসমূহ

* ইউএনআইএল (UNIL) -এ মাস্টার্স প্রোগ্রাম শুরুর আগে ইউএনআইএল (UNIL)-এ স্নাতকের সমতুল্য বিবেচিত একটি বিদেশী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করা থাকতে হবে।
* ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।
* ফ্রেঞ্চ বা ইংরেজিতে কমপক্ষে B2 (ইউরোপীয় ভাষা পোর্টফোলিও গ্লোবাল স্কেল অনুযায়ী) ভাষার স্তর থাকতে হবে।
* নতুন শিক্ষার্থী হতে হবে।
* CHF 200.00 প্রশাসনিক ফি প্রদান করতে হবে।

নিম্নলিখিত মাস্টার্স প্রোগ্রামগুলি UNIL স্কলারশিপ এর আওতাভুক্ত

* স্কুল অফ মেডিসিন
* শিক্ষা
* আইন
* ফৌজদারি আইন এবং ম্যাজিস্ট্রেসি বিশেষজ্ঞ
* শারীরিক শিক্ষা এবং ক্রীড়া শিক্ষাবিজ্ঞান
* স্বাস্থ্য বিজ্ঞান
* টেকসই ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত (MSc)
* সমস্ত এমএএস (পিএইচডি প্রোগ্রাম)শুধুমাত্র আইনের উপর মাস্টার্সের জন্য,দুটি বিশেষীকরণ রয়েছে – ১) আন্তর্জাতিক এবং তুলনামূলক আইন এবং ২) আইনি তত্ত্ব এই দুইটি বিষয় মাস্টার্স এ স্কলারশিপের আবেদনের জন্য উন্মুক্ত।

আবেদন প্রক্রিয়া: 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com