বেশ কয়েক বছর ধরেই শোনা গেছে বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীন ! শুধু বিয়ে কেন, চীনে কমছে জন্মহারও। সবমিলিয়ে জনসংখ্যা নিয়ে চিন্তায় শি জিনপিং সরকার। তাই এবার জনসংখ্যা বৃদ্ধির উপায় খুঁজছে জিনপিং সরকারের কর্মকর্তারা। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল নতুন এক বিষয়ের কথা। চীনের সিভিল অ্যাফেয়ার্স ইউনিভার্সিটি বিবাহ-সম্পর্কিত শিল্প এবং সংস্কৃতি বিকাশের জন্য একটি নতুন স্নাতক প্রোগ্রাম ঘোষণা করেছে। এই সপ্তাহে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সেপ্টেম্বরে শুরু হওয়া বেইজিং-ভিত্তিক প্রতিষ্ঠানটির লক্ষ্য “পেশাদারদের দিয়ে মানুষকে বিবাহ সম্পর্কিত শিল্প ও সংস্কৃতি বিকাশের জন্য উদ্বুদ্ধ করা”।
বিষয়টির নাম ম্যারেজ সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট। এই নতুন ডিগ্রিতে ফোকাস থাকবে বিয়ে শিল্পের দিকে। দাবি করা হয়েছে, পড়ুয়াদের কাছে বিয়ে ও পরিবার সংস্কৃতি সম্পর্কে সদর্থক ধ্যানধারণা তুলে ধরা হবে পাঠ্যক্রমে। থাকবে পরিবার কাউন্সেলিংয়ের মতো নানা বিষয়। ১২টি প্রদেশের অন্তত ৭০ জন আন্ডারগ্র্যাজুয়েট ইতিমধ্যেই তাদের নাম নথিভুক্ত করেছেন।
২০২৩ সালে চীনের জনসংখ্যা টানা দ্বিতীয় বছর হ্রাস পাওয়ার পর নীতিনির্ধারকরা জন্মহার বাড়ানোর জন্য উঠেপড়ে লেগেছেন, যা বিবাহের হারের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। দেশের নীতির কারণে বিবাহকে সন্তান ধারণের পূর্বশর্ত হিসাবে দেখা হয়, যার মধ্যে পিতামাতাকে শিশুর নিবন্ধন করতে এবং সরকারি সুবিধা পাওয়ার জন্য একটি বিবাহের শংসাপত্র উপস্থাপন করতে হয়। একক নারী এবং LGBTQ দম্পতিরা একই অধিকার পান না । এই নয়া বিষয়কে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। চীনের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে কোনও কোনও ইউজার দাবি করতে শুরু করেছেন, এবার সময় এসেছে রাষ্ট্র পরিচালিত ম্যারেজ এজেন্সি খোলার। অন্যরা এই ধরনের ডিগ্রির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি , ‘এই শিল্পটি আসলে কেয়ামতের দিন এগিয়ে আনছে। ‘
সূত্র : রয়টার্স