বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দীর্ঘমেয়াদি গোল্ডেন ভিসা প্রকল্প চালু করেছে ইন্দোনেশিয়া। এর অধীনে বিনিয়োগকারীদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত ভিসা পাবেন।
জানা যায়, নতুন এই গোল্ডেন ভিসানীতির আওতায় দুই ধরনের সুযোগ দেওয়া হবে। এর মধ্যে একটি হলো পাঁচ বছর মেয়াদি ভিসা ও অন্যটি হলো দশ বছর মেয়াদি ভিসা।
পাঁচ বছরের ভিসা পেতে হলে কোনো ব্যক্তিকে ২ দশমিক ৫ মিলিয়ন ডলারের একটি কোম্পানি প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে দশ বছরের ভিসা পেতে হলে লাগবে ৫ মিলিয়ন ডলার।
যদি কেউ কোম্পানি খুলতে না চান তাহলে সাড়ে তিন লাখ ডলার বিনিয়োগে মিলবে পাঁচ বছরের ভিসা ও সাত লাখ ডলারে মিলবে ১০ বছরের ভিসা।
ইন্দোনেশিয়ার সরকারি বন্ড, পাবলিক কোম্পানির শেয়ার ও ডিপোজিটের মাধ্যমে এই বিনিয়োগ করা যাবে।
এক্ষেত্রে করপোরেট বিনিয়োগকারীদের জন্য রয়েছে ভিন্ন নিয়ম। ডিরেক্টর ও কমিশনারদের জন্য পাঁচ বছরের ভিসা পেতে হলে কোনো কোম্পানিকে ২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে ১০ বছরের ভিসা পেতে হলে লাগবে ৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ।