সাময়িকভাবে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত ২০ জুলাই আমিরাতের দুবাইয়ে কোটা সংস্কার আন্দোলনে সংহতি প্রকাশ করে মিছিল করে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
মঙ্গলবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।এই ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভিসা চালু করার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়।
গত সোমবার ইউএইর বার্তা সংস্থা ডাব্লিউএমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে ৫৭ প্রবাসী বাংলাদেশির কারাদণ্ড হয়েছে। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শারজাহ-দুবাইসহ কয়েকটি জায়গায় গত বৃহস্পতি ও শুক্রবার বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশি প্রবাসীরা। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ। সামাজিক অস্থিরতা সৃষ্টি করাও দণ্ডনীয় অপরাধ।