বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

ফ্লাইট অ্যাটেন্ড্যান্টকে যাত্রীর কামড়

  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪
যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট অ্যাটেন্ড্যান্টকে কামড় দিয়েছেন এক যাত্রী। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মিয়ামি থেকে ছাড়া ওই ফ্লাইটের ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়েছে।

ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ জার্সির নিউয়ার্কের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ফ্লাইটটি। কিন্তু ওই নারী যাত্রী বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিমানকে অরল্যান্ডোর দিকে নিয়ে যেতে বাধ্য হন পাইলট।

ইউনাইটেড এয়ারলাইনস এক বিবৃতিতে দ্য ইন্ডিপেনডেন্টকে বলেছে, ফ্লাইটে ওই যাত্রী ‘আক্রমনাত্মক ও বিরক্তিকর’ হয়ে ওঠে। পরে ফ্লাইট অ্যাটেন্ড্যান্টরা পরিস্থিতি শান্ত ও অন্য যাত্রীদের রক্ষার চেষ্টা করে।

টিএমজেড প্রকাশিত এক মোবাইল ফুটেজে দেখা যায়, এক নারী চিৎকার করছেন এবং অন্য যাত্রীদের সঙ্গে অশ্লীল ব্যবহার করছেন।

এ সময় ফ্লাইট অ্যাটেন্ড্যান্টরা তার হাত বেধে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ফুটেজে ওই নারীকে এক অ্যাটেন্ড্যান্টকে কামড়িয়ে তার শার্ট  ছিড়ে ফেলতেও দেখা যায়। এ সময় তিনি চিৎকার করে বলেন, ‘আমাকে ছেড়ে দিন, আমি একজন মেয়ে। আপনি কি করবেন, আমাকে মেরে ফেলবেন?’
তারা তাদের কাজ করে না। তারা আমাকে হাতকড়া পরাচ্ছে। কেন আপনি আমাকে হাতকড়া পরাচ্ছেন?’—এসব বলেও চিৎকার করেন ওই নারী যাত্রী। এ ছাড়াও ফুটেজে তাকে অশ্লীল ভাষায় চিৎকার করতে এবং ক্যামেরার বাইরের কাউকে হুমকি দিতে দেখা যায়।
অরল্যান্ডো পুলিশের এক মুখপাত্র ফক্স ৩৫কে জানিয়েছেন, ওই যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। বুধবার পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি।

ডাব্লিউএসভিএন অনুসারে, অরল্যান্ডোতে একজন নতুন অ্যাটেন্ড্যান্টের জন্য অপেক্ষার কারণে ফ্লাইটটিতে সাড়ে তিন ঘন্টা বিলম্ব হয়েছিল।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com