নড়াইলের লোহাগড়ায় জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার বেলা ১১টার দিকে উপজেলার রামপুরা এলাকায় কলেজেটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, এই নার্সিং কলেজের শিক্ষার্থীরা জাপানি ভাষা শিখে ভবিষ্যতে কেয়ারগিভার হিসেবে জাপানে যাবে। আশা করছি, শিক্ষার্থীরা জাপানে গিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বের স্মৃতি হয়ে থাকবে। দক্ষ শ্রমিকসহ জনগণেন খেদমতে কোনো প্রচেষ্টাই ছাড়বে না জাপান দূতাবাস।
তিনি আরও বলেন, গত বছর বাংলাদেশে আমরা একটা প্রজেক্ট শুরু করেছি। ওই প্রজেক্টের মাধ্যমে দক্ষ শ্রমিকদের জাপানে নিয়ে যাওয়া হবে। নার্সিং পেশায় জাপানে কাজের সুযোগ আছে। তবে এতে জাপানি ভাষার দক্ষতাও লাগবে।
এ সময় আরও বক্তব্য দেন জাপানের ব্যবসায়ী ও নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা মি. হনজো, তার বাংলাদেশি বন্ধু ড. সৈয়দ এমদাদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ১১১ শতক জমির ওপর জাপান-বাংলাদেশ নার্সিং কলেজটি নির্মাণ করা হবে।