বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

বিশ্বভ্রমণে ভারতীয়দের নতুন রেকর্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

বিশ্বভ্রমণে আমেরিকান ও ভারতীয়দের ধারে কাছেও কেউ নেই। সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, একবছরে বিশ্বের ৬৮টি দেশের ১০০০টি শহর ইতোমধ্যে ঘুরে ফেলেছেন ভারতীয়রা। এই রিপোর্টে ভারতীয়দের ধারে কাছে নেই অন্য কোনও দেশের নাগরিক। 

উবের অ্যাপ-এর সমীক্ষায় বলা হয়েছে, ভারতীয়রা সবসময় ঘুরতে ভালোবাসেন।

বিশেষ করে গরমকালে স্কুল-কলেজ বন্ধ থাকলে তারা ঘুরতে যেতে ভালোবাসেন। ওই সমীক্ষায় বলা হয় ২০২২ এর তুলনায় গত বছর ২০২৩-র মে মাসে সবথেকে বেশি ভারতীয় পর্যটকেরা বিশ্বভ্রমণ করেছেন।

উবের ইন্ডিয়ার দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট প্রভজ্যেত্ সিং বলেন, ভারতীয়রা ভ্রমণের সব রেকর্ড ভেঙে ফেলেছেন। ২০২৩ সালে বিশ্ব পর্যটন ক্ষেত্রে ভারতীয়দের উত্থান চোখে পড়ার মতো। আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

তবে এই পরিসংখ্যানে বলা হয়েছে, ভারতে বসবাসকারি ভারতীয়দের তুলনায় প্রবাসী ভারতীয়েরা বেশি দেশ ভ্রমণ করেছেন। চলতি গ্রীষ্মে ভারতীয়রা আরও বেশি করে ভ্রমণ করবেন বলে আশা করছে সমীক্ষাকারি সংস্থাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com