বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে নতুন কর্মসূচি ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ চালু করলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (৮ জুলাই) দুপুরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাথে এ নিয়ে চুক্তি সই করেছে ২৭ দেশের এই জোট। এ চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে আগামী তিন বছরে ৩ হাজার দক্ষ কর্মী বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোতে যেতে পারবে।
প্রাথমিকভাবে ইতালি, জার্মানি ও গ্রিস এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেছে। তবে আগ্রহীদের ট্যালেন্ট পার্টনারশিপ কর্মসূচি থেকে প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ঢাকায় ইউরোপের মাত্র ৭ দেশের মিশন থাকায় বাকি ২০ দেশের অবস্থান জানতে দিল্লিতে তাদের দূতাবাসের সাথে যোগাযোগ করছে ইইউ মিশন। চুক্তি সই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম বলেন, অবৈধ অভিবাসন বন্ধে সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্য পূরণে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
ঢাকায় ইইউ মিশন প্রধান চার্লস হোয়াইটলির মতে, এ কর্মসূচি সফল হলে তার সুফল পাবে বাংলাদেশের অর্থনীতি।
এ সময় আইএলও’র কান্ট্রি ডিরেক্টর নারিন রামজুথান ছাড়াও ইতালির রাষ্ট্রদূত, জার্মানির চার্জ দ্য আ্যাফেয়ার্স ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বক্তৃতা করেন।