জাপানের সপ্তম ব্যস্ততম কানসাই বিমানবন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালের সেপ্টেম্বরে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে কোনও যাত্রীর ব্যাগ হারায়নি। এই বিমানবন্দর হয়ে প্রতি বছর গড়ে ২ থেকে ৩ কোটি যাত্রী যাতায়াত করেন।
কানসাই বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা কেনজি তাকানিশি সিএনএনকে বলেন, ‘আমরা মনে করি না যে বিশেষ কিছু করছি।’
আমরা স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছি। আমরা শুধুমাত্র প্রতিদিনের নিয়মিত কাজগুলো করি এবং এর জন্যই আমরা স্বীকৃত। এমন অর্জনে আমরা অবশ্যই খুশি। আমি মনে করি, আমাদের কর্মীরা, বিশেষ করে যারা গ্রাইন্ডে কাজ করেন, তারা আরও বেশি খুশি হবেন।
ওসাকা উপসাগরের একটি কৃত্রিম দ্বীপে নির্মিত কানসাই বিমানবন্দর ওসাকা, কিয়োটো এবং কোবে অঞ্চলে সেবা দিয়ে থাকে। ২০২৪ সালের জন্য কানসাই সামগ্রিকভাবে বিশ্বের ১৮তম সেরা বিমানবন্দর হিসেবে স্থান পেয়েছে।