বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

বিদেশি শিক্ষার্থীদের সুখবর দিল ডেনমার্ক

  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪

বিদেশি শিক্ষার্থীদের সুসংবাদ দিয়েছে ডেনমার্ক। ইউরোপের এ দেশটি শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরিতে কাজের সময় বাড়িয়েছে। দ্য ইকোনোমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্কে এখন থেকে বিদেশি শিক্ষার্থীরা মাসে ৯০ ঘণ্টা কাজ করতে পারবেন। এ নির্বাহী আদেশ দেশটিতে ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। কোপেনহেগেন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ডেনমার্ক কট্টর অভিবাসন নীতির দেশ হিসেবে পরিচিত। দেশটিতে কম বেকারত্বসহ শক্তিশালী চাকরির বাজার রয়েছে। ফলে খণ্ডকালীর কাজের জন্য দেশটি বেশ ভালো বাজার হিসেবে পরিচিত হয়ে উঠছে। রেস্তোরাঁ, হসপিটালিটি এবং গ্রাহকসেবার মতো বিভিন্ন খণ্ডকালীন কাজের জন্য বেশ জনপ্রিয় দেশটি।

জানা গেছে, ডেনমাকে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ন্যূনতম মজুরিও বেশি। বর্তমানে দেশটিতে প্রতি ঘণ্টায় ১১০ ড্যানিশ ক্রোন আয় করা যায়। যা ১৪ দশমিক ৭৫ ইউরোর সমান।

ইউরোপের এ দেশটিতে বিদেশি শিক্ষার্থীরা বৈধভাবে এতদিন সপ্তাহে ১৫ থেকে ২০ ঘণ্টা কাজ করার সুযোগ পেতেন। নতুন ঘোষণার ফলে ছাত্রছাত্রীরা আরও বেশি কাজ করার সুযোগ পাবেন।

ডেনমার্কের ইমিগ্রেশন সার্ভিসের ঘোষণা অনুসারে, গত ১ জুলাই থেকে দেশটিতে থাকা বিদেশি শিক্ষার্থীরা মাসে ৯০ ঘণ্টা কাজ করতে পারবেন। এছাড়া তারা বছরের তিন মাস ফুলটাইম কাজ করার সুযোগ পাবেন। এ তিন মাস হলো জুন, জুলাই এবং আগস্ট।

ডেনমার্কের সরকারি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন এজেন্সি (এসআইআরআই) জানিয়েছে, দেশটিতে সফলভাবে ব্যাচেলর বা মাস্টার্স শেষ করার পর বৈধ শিক্ষার্থীদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হলে তারা চাকরির খোঁজে ছয় মাসের জন্য মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন। এটি একজন প্রার্থী সর্বোচ্চ তিন বছর পর্যন্ত নবায়ন করতে পারবেন। মেয়াদ শেষ হওয়ার চার মাস আগে নবায়নের জন্য আবেদন করতে হবে।

এছাড়া দেশটিতে অভিবাসী বসবাসকারীদের জন্য পরিবারের সদস্যদের রেসিডেন্সি পারমিটেও পরিবর্তন করা হয়েছে। এখন থেকে তারাও এটি পরিবারের সদস্যদের রেসিডেন্সি মেয়াদ আবেদনকারীর মেয়াদের ন্যায় একই করা হয়েছে।

নতুন নিয়ম অনুসারে, শেনজেন এবং ফাস্ট-ট্র্যাক স্কিমের অধীনে থাকা অভিবাসী পরিবারের সদস্যরাও তাদের মূল আবেদনকারীর ন্যায় একই মেয়াদের রেসিডেন্সি পারমিট পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com