শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় শপিং মল থেকে ১০ বাংলাদেশি আটক

  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে ১০ জন বাংলাদেশি রয়েছে। এ সময় স্থানীয় দুইজন নিয়োগকর্তাকেও আটক করা হয়।

শুক্রবার (২১ জুন) কুয়ালালামপুরের তামান মেলাটি নামক এলাকার একটি শপিং মলের ফুড কোর্টে অভিযান চালিয়ে এসব অবৈধ অভিবাসীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে দশজন বাংলাদেশি, চারজন ইন্দোনেশিয়ান ও একজন করে ভারতীয় এবং পাকিস্তানি নাগরিক রয়েছে। তাদের বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে। এদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেন, অভিযানের সময় ২৩ জন বিদেশি ও সাতজন স্থানীয় নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় দেখা যায়, শপিং মলের ফুড কোর্টের প্রায় সমস্ত স্টলে অবৈধ অভিবাসীদের নিয়োগ দেয়া হয়েছে। তদন্তের জন্য আটককৃতদের কুয়ালালামপুর ইমিগ্রেশন কমপ্লেক্সে রাখা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের এই কর্মকর্তা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, যারা অবৈধ অভিবাসীদের আশ্রয়, বৈধ নথি ছাড়া নিয়োগ বা থাকার অনুমতি দিচ্ছে, তাদের সাথে ইমিগ্রেশন বিভাগ আপস করবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com