শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

বিশ্বের এই দেশটিতে মাত্র ৩টি কুকুর আর ৩ জন মানুষ বাস করে

  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪

বর্তমানে গোটা বিশ্বে ২২৫টি দেশ রয়েছে। কিছু দেশ খুবই বড় আবার কিছু দেশ খুবই ছোট। কয়েক কোটি মানুষ কিছু কিছু বাস করে আবার কিছু দেশে কয়েক হাজার বা লক্ষাধিক মানুষ বাস করে। তবে এই  প্রতিবেদনে এমন একটি দেশের কথা বলা হয়েছে যেখানে বর্তমানে তিনটি  কুকুর এবং তিনজন মানুষ বাস করেন। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

আসলে যে দেশটির কথা বলা হয়েছে সেটি আসলে কোন দেশ নয়, তবে এটিকে একটি মাইক্রোনেশন বলা যেতে পারে। কারণ এ নিজস্ব নৌবাহিনী, নিজস্ব অ্যাকাডেমি, ডাক পরিষেবা, ব্যাংক, মহাকাশ প্রোগ্রাম, রেলপথ এবং  অনলাইন রেডিও স্টেশন রয়েছে। এই দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) নেভেদায় অবস্থিত।

এই মাইক্রোনেশনটি মাত্র ১১ একর জায়গায় অবস্থিত। এটি পুরো বিশ্বের কাছে এটি গ্রান্ড রিপাবলিক অফ গোল্ডস্টেইন বা মোলোসিয়া প্রজাতন্ত্র (Republic of Molossia) বলে পরিচিত। ১৯৭৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই দেশের মোট জনসংখ্যার কথা বললে তো মাত্র ৩৮ জন। তবে বর্তমানে এখানে তিনটি  কুকুর ও তিনজন মানুষ বাস করে।

মোলোসিয়া প্রজাতন্ত্র নিজেকে একটি দেশ হিসেবে দাবি করলেও এখনো জাতিসংঘ কর্তৃক স্বীকৃত নয়। এদেশের প্রেসিডেন্ট এর কেভিন বাঘ (Kevin Baugh)। আপনি যদি এদেশে পৌঁছান তখন আপনি রাষ্ট্রপতি কেভিন বাঘ নামের নিচে পুরো শিরোনামটি দেখতে পাবেন – মহামান্য গ্রান্ড অ্যাডমিরাল কর্নেল ডক্টর কেভিন বাঘ, মোলোসিয়ার রাষ্ট্রপতি এবং নোবেলম্যান, জাতির রক্ষাকর্তা এবং জনগণের রক্ষাকর্তা।

তবে এদেশে ভ্রমণকারীদের একটি বিষয় খুবই সতর্ক থাকতে হয়। আসলে ক্যাটফিস এবং পেঁয়াজ এদেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর মানে আপনি এই দুটি জিনিস এখানে নিয়ে যেতে পারবেন না। এটা করলে আপনার জেল ও জরিমানা দুটোই হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com