পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ১৩ দিন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। আগামী ১৭ জুন পর্যন্ত অবৈধ অভিবাসীদের কুয়েত ত্যাগের শেষ সময় ছিল।
কুয়েতে উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল-সাবাহ নতুন এ ঘোষণা দিয়েছেন।
এদিকে ঈদের ছুটিতে অনেক প্রবাসী দেশে ফেরেন। এছাড়া অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণায় বেড়েছে কুয়েত-ঢাকা রুটের বিমান টিকেটের মূল্য।
এজেন্সিগুলোতে ভিড় করতে দেখা গেছে প্রবাসীদের। অন্যান্য সময়ের তুলনার ৩ থেকে ৪ গুণ বেশি দাম দিয়ে টিকিট কাটছেন তারা। রিটার্ন টিকিট ১ লাখ টাকার বেশি এছাড়া সিঙ্গেল টিকিট বিক্রি হচ্ছে ১ লাখ টাকার কাছাকাছি।
জানা গেছে, যেসব প্রবাসীর আকামার মেয়াদ নেই এবং পাসপোর্টের মেয়াদ নেই এমন ৪ হাজার বাংলাদেশিকে আউট পাস দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
সাধারণ ক্ষমার প্রবাসীদের কথা বিবেচনা করে কুয়েত ঢাকা-রুটে বিমানে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কুয়েত প্রবাসীরা।