ফের কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায়। প্রচণ্ড গরমে কার্যত নাভিশ্বাস উঠতে শুরু করেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষের। এই গরম থেকে স্বস্তি পেতে অনেকেই দার্জিলিং বা দার্জিলিঙের আশপাশের এলাকায় ভ্রমণের পরিকল্পনা করছেন
দার্জিলিংকে বলা হয় ‘পাহাড়ের রানি’। পাহাড়, চা বাগানে ঘেরা দার্জিলিঙের সৌন্দর্য অসাধারণ। দার্জিলিঙের টাইগার হিল থেকে সূর্যোদয় ও কাঞ্চনজঙ্ঘা দেখলে চোখ জুড়িয়ে যায়। কম-বেশি সকলেরই অন্তত একবার দার্জিলিং বেড়াতে যাওয়ার স্বপ্ন থাকে
দার্জিলিঙের আবহাওয়া এখন অনেকটাই মনোরম। অনেকে হয়তো ভাবছেন, উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে। বৃষ্টি শুরু হলে কীভাবে বেড়াবেন। কিন্তু, জানেন কি দার্জিলিঙ ঘোরার সেরা সময় কোনটা?
যাঁরা খুব বেশি ঠান্ডা নিতে পারেন না, তাঁদের জন্য গ্রীষ্মকাল অর্থাৎ মার্চ থেকে জুন মাস দার্জিলিং বেড়ানোর সেরা সময়। এই সময়ে দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৬-৭ ডিগ্রি সেলসিয়াস থাকে। ফলে কলকাতার গরম থেকে স্বস্তি পেতে এই সময়ে দার্জিলিং যাওয়ার প্ল্যান করতেই পারেন
গ্রীষ্মে দার্জিলিং বেড়াতে গেলে আবহাওয়া সাধারণত পরিষ্কার থাকে। ফলে টাইগার হিল থেকে ভোরের সূর্যোদয় দেখা সম্ভব। এছাড়া এই সময়ে দার্জিলিঙে দিনেরবেলাও ঠান্ডা হাওয়া বইতে থাকে। ফলে দার্জিলিঙ থেকে বিভিন্ন ট্যুরিস্ট স্পটে যেতেই পারেন
অফিসিয়ালি উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা ঢুকে গেলেও এখনও সেভাবে বৃষ্টি শুরু হয়নি। ফলে বেড়াতে গিয়ে বৃষ্টি না চাইলে এখনও আপনি দার্জিলিং বেড়াতে যেতে পারেন। গ্রীষ্মে দার্জিলিং ভ্রমণের সেরা সময় জুন মাস পর্যন্ত বলা হয়
যাঁরা ঠান্ডা উপভোগ করতে চান, তাঁদের জন্য দার্জিলিং ভ্রমণের সেরা সময় শীতকাল। সাধারণত, নভেম্বর থেকে ফ্রেব্রুয়ারি পর্যন্ত শীতের সিজন থাকে দার্জিলিঙে। এই সময়ে দিনের তাপমাত্রা ৭-১০ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রিতে নেমে যায়
অনেক সময়ই ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে দার্জিলিঙের উঁচু স্থানগুলিতে তুষারপাত হয়। তাই কনকনে ঠান্ডা আর তুষারপাতের মজা নিতে চাইলে ডিসেম্বরের শেষে, বড়দিনের পর এবং জানুয়ারির প্রথমদিকে প্ল্যান করুন। ভাগ্য ভাল থাকলে তুষারপাতের সাক্ষী হতে পারবেন
বছরের সবসময় দার্জিলিং বেড়াতে যাওয়া যায়। তবে সাধারণত বর্ষা শেষ হয় অক্টোবর এবং জমিয়ে ঠান্ডা পড়তে শুরু করে নভেম্বরের শেষ থেকে। ফলে অক্টোবর-নভেম্বরে দার্জিলিঙের তাপমাত্রা থাকে ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। ফলে ঠান্ডার আমেজ থাকলেও খুব কষ্ট হয় না। তাই দার্জিলিং বেড়ানোর সেরা সময় বলা হয় অক্টোবর, নভেম্বর মাস
ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।