বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

ভারতের যে ৫ স্থানে বেশি ভিড় করেন পর্যটকরা

  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪

প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা ভিড় করেন ভারতে। সেখানে এমন অনেক স্পট আছে যেখানকার সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। চাইলে অনেক কম খরচেও সেসব স্থান থেকে ঘুরে আসতে পারেন।

বর্তমানে বিভিন্ন অনলাইনভিত্তিক ট্যুর গ্রুপ আছে, যারা নিরাপত্তা বজায় রেখে টুরিস্টদেরকে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণে নেওয়ার অঙ্গিকার করে।

চাইলে সেভাবেও ঘুরে আসতে পারেন ভারতের পর্যটকবহুল স্থানগুলো থেকে। জেনে নিন ভারতের তেমনই ৫ পর্যটনস্থল সম্পর্কে-

মানালি

হিমালয়ের উপত্যকায় চোখ ধাঁধানো শহর হলো মানালি। সেখানে গেলে পাহাড়ের কোলে বরফের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন।

সাধারণত শিমলা, কুলু, মানালির ট্রিপ একসঙ্গেই করেন পর্যটকরা। সেই ট্রিপেই একদিন বেশি সময় নিয়ে উপভোগ করতে পারেন এই পাহাড়ি নিসর্গ।

শ্রীনগর

শ্রীনগর অর্থাৎ কাশ্মীরের রাজধানীকে সৌন্দর্যের আরেক নাম বললেও ভুল বলা হয় না। সেখানে যতই রাজনৈতিক অশান্তি হোক না কেন, পর্যটকদের ভিড় লেগেই থাকে উত্তর ভারতের এই অংশে। তাই অনায়াসেই আপনার গন্তব্যের তালিকায় থাকতে পারে কাশ্মীর।

উটি

প্রাকৃতিক সৌন্দর্যের কথা যদি বলতে হয়, দক্ষিণ ভারতের শহরটির কথা না বললেই নয়। পশ্চিমঘাট পর্বতমালার ধার ঘেঁষে তামিলনাডুর এই বিখ্যাত শহর। দেশে অন্যতম সেরা কফি চাষের স্থান এই শহর।

কফির ক্ষেত ছাড়াও সেখানে চোখ কাড়বে পাহাড়ি উপত্যকা। মনে শান্তি জোগাবে এই অঞ্চলের মনোরম আবহাওয়া। এছাড়া নীলগিরি মাউন্টেন রেলওয়ে, উটি লেক, বোটানিক্যাল গার্ডেন এই শহরের অন্যতম আকর্ষণ।

কেরালা

এটি ছোট কোনো জায়গা নয়। বরং গোটা একটি রাজ্য। কেরালার সৌন্দর্যকে রীতিমতো লালন করে আকর্ষণীয় করে তুলেছে সেই রাজ্যের পর্যটন দফতর।

সারা বিশ্বের ভ্রমণ তালিকায় বারবার এই রাজ্য স্থান করে নেয়। কেরালার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ভোলাবেই। পর্যটকদের জন্য নানা প্রশাসনিক সুযোগ-সুবিধা বারবার যেতেও বাধ্য করতে পারে।

গ্যাংটক

ভারত ভ্রমণের জন্য আরও একট আকর্ষণীয় স্থান। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কারণে গ্যাংটক পর্যটকদের প্রায়ই ভিড় লেগে থাকে।

কুপুপ লেক, ডিয়ার পার্ক, সেভেন সিস্টার ওয়াটারফল, বনঝাকড়ি ওয়াটারফলের নজরকাড়া সৌন্দর্য রীতিমতো তাক লাগিয়ে দেবে।

পাহাড়ি সৌন্দর্য তো হল। তবে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সমুদ্র সৈকতের সৌন্দর্যও উপভোগের ইচ্ছা জাগতে পারে।

ভারতের গোয়া কিন্তু মূলত বিচের নৈসর্গিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত। তাই গোয়াতেই থেকেই ঘুরে আসতে পারেন পরের ট্রিপে।

সূত্র: এবিপি লাইভ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com