২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি বাংলাদেশের শিশু কিশোরদের সাথে রোবোটিক্স ছাড়াও অ্যানিমেশন, গেম ডেভেলপমেন্টসহ প্রযুক্তির নানা দিক নিয়ে কাজ করে চলেছে।
আর সম্প্রতি প্রথমবারের মতো তাদের কাজের ক্ষেত্রে তৈরী হল যুক্তরাষ্ট্রে। প্রথম কোন বাংলাদেশ কোম্পানি হিসেবে সান ফ্রান্সিসকোর একটি স্কুলের শিক্ষাথীদের STEM শেখাচ্ছে টেক একাডেমি।
কি করে সম্ভব হল সেই গল্প বিবিসি ক্লিকে তুলে এনেছেন ফয়সাল তিতুমীর।