মালয়েশিয়ার সমুদ্র সৈকত থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশটির কোয়ান্তান রাজ্যের কাম্পুং বারু গেবেং সমুদ্রে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যাওয়া মো. রাশিদুলের (৩০) মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিহত রাশিদুল ও আরও দুই বন্ধু মিলে গেবেং সমুদ্র সৈকত গোসল করতে যান। এরপর সাঁতার কাটতে কাটতে সৈকত থেকে প্রায় ১০০ মিটার দূরে গেলেই ঢেউয়ের কবলে পড়েন তারা। দুই বন্ধু নিজেদের বাঁচাতে সক্ষম হলেও রাশিদুল ডুবে গিয়ে নিখোঁজ হন।
এরপর নিহত রাশিদুলের দুই বন্ধু সৈকত থেকে দ্রুত ফিরে ম্যানেজারকে বিষয়টি জানালে ওইদিন বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সৈকত থেকে প্রায় এক কিলোমিটার দূরে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে (এইচটিএএ) রাখা হয়েছে।