শীতের শেষে বসন্তের আগমনে নানা রঙের ফুলে-ফলে প্রকৃতি সাজে নতুন রূপে। এ বুঝি এলো বসন্ত। প্রকৃতির পাশাপাশি ফাগুনের রং লেগেছে সবার মনে। কবির ভাষায় পহেলা ফাল্গুন ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত’। প্রাচীনকাল থেকেই বাঙালি বসন্ত উৎসব পালন করে আসছে। ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার রীতি বেশ পুরোনো।
বাঙালির সংস্কৃতিকে ধরে রাখতে গ্রিসে বসবাসরত বাংলাদেশি নারীদের আয়োজনে এবার যেন লেগেছিল বাংলাদেশের ফাগুন হাওয়া। পয়লা ফাল্গুনে (১৩ ফেব্রুয়ারি) নারী উদ্যোক্তা নীলা রহমানের বাসায় ফাগুন উৎসবে মেতেছিল প্রবাসী নারীরা।
অনুষ্ঠানে মিস ফাল্গুন সুন্দরী নির্বাচিত হন শেলী রহমান। পিলো পাস খেলাতে প্রথম পুরস্কার অর্জন করেন ইভা হক, দ্বিতীয় পুরস্কার অর্জন করেন মর্জিনা আক্তার এবং তৃতীয় পুরস্কার পান উদ্যোক্তা শেখ শাহিন আক্তার।