1. [email protected] : চলো যাই : cholojaai.net
করোনাকালে সাগরকন্যায়
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
Uncategorized

করোনাকালে সাগরকন্যায়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

লঞ্চভ্রমণ শেষ। আমরা পৌঁছে যাই বরিশালে। সেখান থেকে রেদোয়ান, আর বাসে অনভ্যস্ত সাবিনাকে সাথে নিয়ে রওনা হই পটুয়াখালী। আর সেখান থেকে সাগরকন্যা কুয়াকাটায়। ততক্ষণে প্রায় দুপুর ঘনিয়ে এসেছে। সমুদ্র বাড়ি রিসোর্টে নেমেই দেখা মিলল শামীম আর আব্দুল্লাহর। ভোররাত থেকেই তারা অপেক্ষা করছিল। আমাদের অপেক্ষার প্রহর শেষ। সব বন্ধু একসঙ্গে হলাম বহু মাস পর। কিছুটা আলাপ সেরে নিই। চলে হায়-হ্যালো পর্ব। তারপর খানিকটা বিশ্রাম! একটু পর বিশ্রামপর্বে বাদ সাধল আবির-শাকিল। চিৎকার-চেঁচামেচি। অপেক্ষা আর নয়। সমুদ্রে যেতে হবে, জলে সাঁতার কাটতে হবে। তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম৷ তবে তানভীর নেই সাথে। বেচারা সবকিছু সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। পুরো ট্যুরের খুঁটিনাটি তানভীরই খেয়াল রেখেছে। বলা যায় সে আমাদের ট্যুর গাইড।

করোনাকালে সাগরকন্যায়।

করোনাকালে সাগরকন্যায়।
ছবি: সংগৃহীত

জার্নিতে থাকায় ক্ষুধা টের পাইনি এতক্ষণ। এবার পেট চোঁ চোঁ করছে৷ সেই আগের দিন সন্ধ্যায় খেয়েছিলাম লঞ্চে ওঠার আগে! তারপর খাওয়ার কথা ভুলেই গিয়েছি। একদিন পর স্থানীয় সামুদ্রিক মাছের সুস্বাদু রান্নায় ক্ষুধা নিবারিত হলো ভালোভাবেই।

সমুদ্রের তীর ধরে হাঁটছি। ঢেউগুলো আছড়ে পড়ছে চারিদিকে। তীরহারা এই ঢেউয়ের সাগর সানন্দে অভ্যর্থনা জানাচ্ছে। ওদিকে তপ্ত রোদ। সূর্য তার সীমা ছাড়িয়ে যাচ্ছে। মস্তিষ্কে এসে আঘাত করছে তীব্র রোদের ঝিলিক। একটা ছাতা খুঁজছিলাম। কিন্তু ছাতা আবার কোথায় পাই! সে চিন্তা বাদ দিলাম। থাক না; একবারই তো এসেছি এমন ভ্রমণে।একটু না হয় রোদ খেলাম! কিন্তু না। তা হতে দিল না বন্ধুরা। ছাতা একটা জোগাড় হয়েছে শেষে!

করোনাকালে সাগরকন্যায়।

করোনাকালে সাগরকন্যায়।
ছবি: সংগৃহীত

সূর্যের দাপট শেষে শুরু হয়ে যায় মিষ্টি রোদের বিকেল। এবার তীরের ঢেউতে রোমাঞ্চকর পরিবেশ। এ পাশে প্রেম-অপ্রেম দ্বন্দ্ব মিলিয়ে আমার শাড়ির আঁচলও খানিকটা ভিজল সমুদ্রের জলে! গোধূলিবেলায় রক্তবর্ণের সূর্যের বিমূর্ত অবস্থান দেখে বারবার প্রশ্ন করছিলাম নিজেকে নিজে, ‘আরও আগে কেন আসিনি সাগরকন্যায়!’

লেখক:মারিহা আক্তার শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com