শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

নেদারল্যান্ডসের ৪ স্কলারশিপস, মিলবে টিউশন ফি-বিমা-ভিসা ফি-জীবনযাত্রার ব্যয়

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

নেদারল্যান্ডস ইউরোপের এমন একটি দেশ, যেখানে বিদেশি শিক্ষার্থীদের নানা ধরনের সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার জন্য বৃত্তি আছে। ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটির এ স্কলারশিপে টিউশন ফি ফ্রি, আবাসন ভাতা, উপবৃত্তি, ভিসার খরচসহ আরও অনেক সুবিধা মেলে। ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। তারা ইউরোপীয় ইউনিয়নের বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে। ২০২৪ সালের জন্য ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন শুরু হয়েছে। দেশটির অন্যতম এই বিশ্ববিদ্যালয়ে ৫৬ শতাংশ  বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি স্কলারশিপের অর্থায়ন আসে ডাচ শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান মন্ত্রণালয় থেকে।

 স্কলারশিপের বিস্তারিত

  • আয়োজক দেশ: নেদারল্যান্ডস
  • বিশ্ববিদ্যালয়ের নাম: ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি
  • ডিগ্রি স্তর: স্নাতক এবং মাস্টার্স

ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি বৃত্তির মেয়াদ

  • এক বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য ১৩ মাসের বৃত্তি
  • দুই বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য ২৫ মাসের বৃত্তি
  • ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামের জন্য ৩৬ মাসের বৃত্তি
  •  বিদেশি শিক্ষার্থীদের জন্য যে যে বৃত্তি—
  • ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপ
  • ইউএম ব্রাইটল্যান্ডস ট্যালেন্ট স্কলারশিপ
  •  ইউএম একাডেমিক অ্যাচিভমেন্ট স্কলারশিপ
  • ইউএম গ্লোবাল স্টাডিজ স্কলারশিপ।
  •  *এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপে জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যবিমা, ভিসা আবেদনের খরচ, টিউশন ফি, প্রাক্‌-একাডেমিক প্রশিক্ষণের খরচ মিলবে।
  •  *ইউএম ব্রাইটল্যান্ডস ট্যালেন্ট স্কলারশিপ প্রোগ্রামে জীবনযাত্রার খরচের জন্য ১১ হাজার ৪০০ থেকে ২২ হাজার ৮০০ ইউরো, স্বাস্থ্যবিমা, ভিসা আবেদনের খরচ ২১০ ইউরো, টিউশন ফি, প্রাক্‌-একাডেমিক প্রশিক্ষণের খরচ পাবেন শিক্ষার্থীরা।
  •  *ইউএম গ্লোবাল স্টাডিজ স্কলারশিপ স্নাতক শিক্ষার্থীদের জন্য। এ বৃত্তি পেলে জীবনযাত্রার ব্যয়ের জন্য বছরে ১১ হাজার ৪০০ ইউরো, স্বাস্থ্যবিমা, ভিসা আবেদন খরচ ২১০ ইউরো, টিউশন ফি, প্রাক্‌-একাডেমিক প্রশিক্ষণ খরচ।
Happy boy and a happy girl posing in classroom

আবেদনের যোগ্যতা—

  • ইউরোপীয় ইউনিয়নের দেশের বাইরের দেশের নাগরিক হতে হবে;
  •  দ্বৈত জাতীয়তা বা নাগরিকত্ব থাকা যাবে না;
  • অবশ্যই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য আবেদন করতে হবে;
  •  ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে;
  •  আবেদনকারী শিক্ষার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

    আবেদনের শেষ তারিখ

  • ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপ: ১ ফেব্রুয়ারি ২০২৪
  • ইউএম ব্রাইটল্যান্ডস ট্যালেন্ট স্কলারশিপ: ১ ফেব্রুয়ারি ২০২৪
  •   ইউএম একাডেমিক অ্যাচিভমেন্ট স্কলারশিপ: ১ মে ২০২৪
  • ইউএম গ্লোবাল স্টাডিজ স্কলারশিপ: ১ ফেব্রুয়ারি ২০২৪

    প্রয়োজনীয় নথি—

  • আবেদনকারীর জীবনবৃত্তান্ত
  •  মোটিভেশনাল পত্র
  •  একাডেমিক ভালো ফলাফলের প্রমাণ হিসেবে নম্বরপত্র বা সার্টিফিকেট
  •  আর্থিক প্রয়োজনের ব্যক্তিগত বিবৃতি
  •  রেফারেন্স চিঠি
  •  ইউনিভার্সিটি অব ম্যাস্ট্রিচ ২০২৪ সালের এপ্রিলে প্রার্থীদের তাদের আবেদনের অবস্থা সম্পর্কে জানাবে। প্রাক্‌-একাডেমিক প্রশিক্ষণ ২০২৪-এর আগস্ট মাসে শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com