1. [email protected] : চলো যাই : cholojaai.net
নেদারল্যান্ডে উচ্চ শিক্ষা
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
Uncategorized

নেদারল্যান্ডে উচ্চ শিক্ষা

  • আপডেট সময় শনিবার, ২৬ জুন, ২০২১

নেদারল্যান্ডের  বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বরে ছাত্র-ছাত্রী ভর্তি করে থাকে। ওয়েবসাইট বা পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে ইউনিভার্সিটিগুলোর  প্রয়োজনীয়  কোর্সের বিস্তারিত তথ্য, ভর্তি আবেদন এবং ভিসা প্রক্রিয়ার তথ্য ও দিকনির্দেশনা পাওয়া যায়। প্রয়োজনীয় কাগজপত্র ও ফি সহ বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনা অনুসরণ করে ভর্তির আবেদনপত্র পাঠাতে হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  যোগ্য শিক্ষার্থীদের ঠিকানায় ‘অফার লেটার’ পাঠায়। অনলাইনে আবেদন শিক্ষার্থী নিজেই করতে পারবেন। ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি’তে মোট এক হাজার ৪৫৫টি প্রোগ্রাম ইংরেজিতে চালু করা হয়েছে।

ব্যাচেলর প্রোগ্রামের জন্য ১২ বছরের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এইচএসসি, এ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একাডেমিক পরীক্ষার সার্টিফিকেট, মার্কশিট, আইইএলটিএস সার্টিফিকেট, পাসপোর্টের ফটোকপি, মেডিক্যাল রিপোর্ট, আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র ও পাসপোর্ট আকারের ছবি প্রস্তুত থাকলে আবেদন করতে পারেন নেদারল্যান্ডসে পড়ার জন্য। নেদারল্যান্ডসে ইংরেজি ভাষায় পড়তে চাইলে ন্যূনতম আইইএলটিএস স্কোর থাকতে হবে ৫ দশমিক ৫।

দেশটির সরকারী এবং বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতিবছর বৃত্তি দিয়ে থাকে। বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করার পর প্রয়োজনীয় কাগজপত্র ও ফিসহ বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনা অনুযায়ী ভর্তির আবেদন করতে হবে। আবেদন পাঠানোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাগজপত্র ও তথ্য যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের ঠিকানায় ‘এক্সেপটেন্স লেটার’ অর্থাৎ অফার লেটার পাঠিয়ে থাকে। অফার লেটার হাতে পাওয়ার পর ভিসার জন্য আবেদন করতে হবে ঢাকার ‘কিংডম অব দ্য নেদারল্যান্ডস’ দূতাবাসে।

বিশ্ববিদ্যালয়গুলোতে  সাধারণত  যেসকল বিষয়গুলো পড়ানো হয়

মেডিকেল, সাইকোলজি, ডেন্টিস্ট্রি, মাইক্রোবায়োলজি বিজনেস এডমিনস্ট্রেশন, ইকোলজি, এনভায়রনমেন্ট, এগ্রিকালচার, ফাইন্যান্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, দর্শন, আইন, সোশ্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল বিজনেস ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, বিল্ডিং ইন্ডাস্ট্রি, আর্বানাইজম, ফরেস্ট্রি, হিস্ট্রি, লিটারেচার, মেডিসিন, কার্ডিওলজি, এনাটমি, ফার্মেসি রেডিওলজি, সার্জারি, পলিটিক্যাল সায়েন্স, জার্নালিজম, অডিওভিজ্যুয়াল মিডিয়া, মিউজিক, ইনফরমেশন সায়েন্স ইত্যাদি।

নেদারল্যান্ডসে বৃত্তি

নেদারল্যান্ডে পড়াশোনার জন্য বৃত্তি সংক্রান্ত তথ্য পেতে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট দেখা যেতে পারে:

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com