1. [email protected] : চলো যাই : cholojaai.net
চিচেন ইত্জা
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
Uncategorized

চিচেন ইত্জা

  • আপডেট সময় শনিবার, ২৬ জুন, ২০২১

বর্তমান সময়ের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র চিচেন ইৎজা মেক্সিকোর ইয়ুকাতান উপদ্বীপে অবস্থিত, যা মায়ান সভ্যতার বিখ্যাত শহর। ৬ষ্ঠ থেকে ১২শ শতাব্দী পর্যন্ত এটি তাদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র ছিল। ইউরোপীয়রা উপনিবেশ গড়ার পূর্বে মায়ানরা বর্তমান মেক্সিকো ও মধ্য আমেরিকা শাসন করেছিল।

এল ক্যাসিলো পিরামিড এই শহরের বিখ্যাত স্থাপনা, সৌর বছরের অনুকরণে যার ৩৬৫ সিড়ি জ্যোতির্বিজ্ঞানে মায়ানদের উৎকর্ষের সাক্ষ্য দেয়।

সূর্যালোকের প্রভাবে সিড়িগুলো যে বিস্ময়কর সর্পিল বর্ণ ধারণ করে তা দেখতে শরৎ ও বসন্তে অগণিত পর্যটক ভিড় জমান। ইৎজার সবুজ মাঠ ছিল তৎকালীন স্থানীয়দের জনপ্রিয় ‘লাচলি’র (বল দিয়ে একপ্রকার খেলা) প্রাণকেন্দ্র। এটি ঘোষিত ’ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com