মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

নিউইয়র্কে তীব্র শীত ও তুষারঝড়ের পূর্বাভাস

  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্কারদের প্রতি সতর্কতা উচ্চারণ করে বলেছেন, আসছে ছুটির মওসুমে নিউইয়র্কে বৈরি আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। এই সময়ে বাড়তি সতর্কতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে ছুটি কাটাতে যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সতর্কত।

এয়ারলাইনার্সগুলো প্রত্যাশা করছে থ্যাংকসগিভিংয়ে ৫৫.৪ মিলিয়ন আমেরিকান ভ্রমণে বের হবে। ভ্রমণের এই মওসুমকে সামনে রেখে গভর্নর ক্যাথি হোকুল স্টেটের পশ্চিম ও উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে ভ্রমণে বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন। এসব অঞ্চলে তুষারঝড়ের পূর্বাভাস রয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে হোকুল বলেন, ন্যাশনাল ওয়েদার সার্ভিস আবহাওয়ার উপর সার্বক্ষণিক নজরদারি করছে। ভ্রমণকারীদের সাথে সাথে হোমল্যান্ড সিকিউরিটি, ডিওটি, থ্রুওয়ে অথরিটি, ন্যাশনাল গার্ড, পার্কস, ডিইসি’র কর্মকর্তাদেরও সতর্ক থাকতে বলেছেন।

সর্বোচ্চ দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। স্থানীয়ভাবে যারা ঘর বাড়ি রেখে বাইরে যাবেন কিংবা অন্য যে কেউ ভ্রমণের পরিকল্পনা করছেন, কিংবা গাড়ি চালাবেন তাদের এখনই ভ্রমণ পরিকল্পনা বদলে ফেলতে বলেছেন বলেছেন গভর্নর।

আগামী বুধবারটিকে কোনোভাবেই আপনার ভ্রমণের কেন্দ্রে রাখবেন না, বলেন ক্যাথি হোকুল।

ভ্রমণ নিরাপত্তা প্রশাসন ধারনা করছে ১৭ থেকে শুরু করে ২৮ নভেম্বরের মধ্যে ৩০ মিলিয়ন মানুষ তাদের নিরাপত্তা চেকপয়েন্টগুলো পাস করবে। মঙ্গল ও বুধবার হবে সবচেয়ে ব্যস্ততম দিন।

এদিকে নিউইয়র্কে বৃষ্টি শুরু হবে মঙ্গলবার রাতে। সাথে বয়ে নিয়ে আসবে তীব্র শীত।

বুধবার সকালটা হবে শীতের সাথে হিমশীতল বাতাস আর তুষার ঝড়। যা ভ্রমণকারীদের বিপাকে ফেলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com