ভিসানীতি হালনাগাদ করেছে ওমান। এখন থেকে ‘ট্যুরিস্ট’ ভিসা বা ‘ভিজিট’ ভিসাকে আগের মতো ‘রেসিডেন্স স্ট্যাটাসে’ (বসবাসের অনুমতি) পরিবর্তন করা যাবে না।
মঙ্গলবার (৩১ অক্টোবর) এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ওমানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ওমান ও মাসকাট ডেইলি এ তথ্য জানিয়েছে।
রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছে, কেউ যদি ট্যুরিস্ট বা ভিজিট ভিসার স্ট্যাটাস পরিবর্তন করতে চায় তাহলে তাকে অবশ্যই প্রথমে ওমান থেকে বের হতে হবে। কাজের জন্য ওমানে ফিরতে চাইলে তাদের আবেদনে অবশ্যই ‘এক্সিট স্ট্যাম্প’ থাকতে হবে।
সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।