1. [email protected] : চলো যাই : cholojaai.net
ইতালির ভিজিট ভিসা
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
Uncategorized

ইতালির ভিজিট ভিসা

  • আপডেট সময় সোমবার, ২১ জুন, ২০২১

ইতালি সেনজেন ষ্টেট ভিসার জন্য এপ্লাই করতে  কাগজপত্র সহ  ঠিকানায় পাসপোর্ট আবেদনকারীকে জমা দিতে হবে।

ভি এস এফ সাইমন বিল্ডিং (১ম তলা) গুলশান-১, ঢাকা

জমার সময় সকাল ৯টা থেকে ১২টা রবি থেকে বৃহস্পতি এবং দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত। ডেলিভারি ২টা থেকে ৩টা পর্যন্ত

প্রয়োজনে আবেদনকারীর সাক্ষাতকার গ্রহন করে কিন্তু কাগজপত্র সব ঠিক থাকলে সাক্ষাতকার ছাড়াও ভিসা দিয়ে থাকে। সাধারণত এপ্লাই করার পর ভিসা পেতে ১৫ দিন সময় লাগে। তবে কোন কোন ক্ষেত্রে একটু বেশী সময় ও লাগে।

প্রয়োজনীয় কাগজপত্র 

১। পাসপোর্ট কম পক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে।

২। পাসপোর্টের ফটোকপি ২ সেট।

৩। পুরণকৃত এবং স্বাক্ষরিত ভিসা এপ্লিকেশন ফরম।

৪। পাসপোর্টে সাইজ কালার ফটো (সাদা ব্যাকগ্রাউন্ড)

৫। ছুটি এবং নো অবজেকসন সার্টিফিকেট (চাকরিজীবি হলে)।

৬। ট্রেড লাইসেন্স অরজিনাল ফটোকপি (ব্যবসায়ী হলে)।

৭। আপডেট ব্যাংক ষ্টেটমেন্ট (৬ মাসের নিজ নামের এবং কোম্পানীর)

৮। এয়ার টিকেট রিজার্ভেশন

৯। ইনভাইটেশন লেটার অথবা হোটেল রিজার্ভেশন।

অন্যান্য  প্রয়োজনীয় কাগজপত্র

ক) ট্যুর প্রোগাম

খ) ভিজিটিং কার্ড

গ) আন্তর্জাতিক ক্রেডিট কার্ড (যদি থাকে)

ঘ) স্থায়ী সম্পদের কাগজপত্র।

ঙ) এফ ডি আর অথবা সঞ্চয়ের প্রমানপত্র।

চ) সোর্স অব ইনকামের কাগজপত্র।

ছ) অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।

ভিসা প্রোসেসিং ফি (অফেরত যোগ্য) ভিস ফি ৫৯৮৫(ভি এস এফ কে দিতে হবে)

এজেন্সি ফি ১১০০ (ভি এস এফ কে দিতে হবে) ট্রাভেল এজেন্ট ৫০০০ (এজেন্সিকে দিতে হবে)

ট্রাভেল ইনসুরেন্স ২১০০

হোটেল বুকিং ৫০০০ (ট্রাভেল এজেন্ট দিয়ে বুকিং করালে)

সর্বমোট = ১৯১৮৫/- টাকা

মনে রাখবেন ভিসা পাওয়া না পাওয়া একমাত্র ভিসা কতৃপক্ষের উপর নির্ভর করে এবং ভিসা প্রেসেসিং ফি অফেরতযোগ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com