শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

ইতালির এই শহরে মাত্র ১০০ টাকায় মিলবে বাড়ি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

নির্দিষ্ট কিছু বাড়ি কেনার ক্ষেত্রে এই সুযোগ আগামী ২৮ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। তবে, শিগগির এরকম আরও বাড়ি কেনার সুযোগ দেওয়া হবে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

বাড়ি বেচাবিক্রির বিজ্ঞাপনে আমরা প্রায়ই নানা রকম ছাড় দেখে থাকি। কিন্তু আপনি নিজে একবার ভাবুন তো, একটা বাড়ির দাম ঠিক কতটা কম হতে পারে?

ইতালির মায়েনজা শহরে আপনি বাড়ি কিনতে পারবেন মাত্র এক ইউরোতে! অর্থাৎ মাত্র ১০০ টাকায়! ১০০ টাকায় যেখানে ম্যাকডোনাল্ডসে’র একটি বার্গারও পাওয়া যায় না, সেখানে বাড়ি কেনার এমন অবিশ্বাস্য সুযোগ নিয়েই হাজির হয়েছে ইতালি।

তবে বাড়ি কেনার পেছনে শর্ত একটাই, বাড়িগুলো মেরামত করতে হবে। রাজধানী রোম থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থি্ত মায়েনজা প্রথম ল্যাটিয়াম অঞ্চল, যেখানে মাত্র এক ইউরোতে বাড়ি বিক্রি শুরু হয়েছে। গ্রামে বসবাসরত নাগরিকদের জীবনমান উন্নত করতে গত বছর থেকে এই স্কিম হাতে নিয়েছে ইতালি।

উপজাতিদের আবাসভূমি হিসেবে নৈসর্গিক সৌন্দর্য্যের শহর মায়েনজা এক দীর্ঘ ইতিহাস আছে। রাজধানীর দক্ষিণে লেপিনি পর্বতের চূড়ায় অবস্থিত মায়েনজা সর্বশেষ শহর হিসেবে ইতালির ‘ওয়ান ইউরো’ হোম প্রজেক্টে যুক্ত হয়েছে।

শহরের মেয়র ক্লাউদিও স্পেরদুতি বলেন, শহরের শান্ত নির্জন অঞ্চলে নতুন প্রাণসঞ্চারের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

“আমরা ধাপে ধাপে এগোচ্ছি। প্রথমে বাড়ির বর্তমান মালিকরা আমাদের হাতে পুরনো বাড়ি হস্তান্তর করে। পরবর্তীতে, সেগুলো আমাদের ওয়েবসাইটে নির্দিষ্ট পাবলিক নোটিশের মাধ্যমে বিক্রির জন্য তুলে ধরা হয়”, জানান মেয়র।

মায়েনজাতে অন্তত ১০০টি পুরোনো বাড়ি আছে, যেগুলো বর্তমানে মেরামত করা প্রয়োজন।

মায়েনজা শহর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, নির্দিষ্ট কিছু বাড়ি কেনার ক্ষেত্রে এই সুযোগ আগামী ২৮ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। তবে তারা আশ্বস্ত করেছেন যে, খুব শিগগির এরকম আরও বাড়ি কেনার সুযোগ দেওয়া হবে।

মায়েনজাতে বাড়ি কিনলেই যে সেখানে বসবাস করতে হবে, তা নয়। কিন্তু কেউ বাড়ি কিনলে সেটি বসতবাড়ি নাকি রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করবে, কিংবা ভিন্ন কাজে ব্যবহার করবে কিনা; সে ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা পেশ করতে হবে।

একইসঙ্গে তাদের ৫০০০ ইউরো (৫ লাখ টাকা) জামানত হিসেবে দিতে হবে। বাড়ি মেরামতের কাজ শেষ হয়ে গেলে তারা এই টাকা আবার ফেরত পাবেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com