শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন

নাবিক ও এমওডিসি নেবে নৌবাহিনী, এসএসসি পাসেই আবেদন

  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। বাহিনীটির এ-২০২৪ ব্যাচে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

পদসংখ্যা: ৪টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), বিজ্ঞান বিভাগে জিপিও ৩.৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

* শাখার নাম: মেডিকেল, পুরুষ ও মহিলা

শিক্ষাগত যোগ্যতা: জীব বিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান- জিপিএ ৩.৫০ ন্যূনতম।

শাখার নাম: পেট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ), (পুরুষ) এবং রাইটার ও স্টোর (পুরুষ ও মহিলা)
শিক্ষাগত যোগ্যতা: পেট্রোলম্যান, রাইটার, স্টোর এবং এমওডিসি (নৌ) এর ক্ষেত্রে এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল)- জিপিও ৩ (ন্যূনতম) । কুক ও স্টুয়ার্ডের ক্ষেত্রে এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল)- জিপিও ২.৫০ (ন্যূনতম)।

* শাখার নাম: টোপাস (পুরুষ)

শারীরিক যোগ্যতা_

সিম্যান (পুরুষ): উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।
পেট্রোলম্যান (পুরুষ) : উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৮ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

অন্যান্য শাখা: পুরুষের উচ্চতা: ৫ফুট ৪ ইঞ্চি(বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি)। মহিলাদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি (বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি) ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।
এমওডিসি (নৌ) পুরুষ: উচ্চতা সর্বনিম্ন ৫ফুট ৬ ইঞ্চি

বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৪ তারিখে নাবিক ও মহিলা নাবিক ১৭-২০ বছর। এমওডিসি (নৌ) ১৭-২২ বছর।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।

আবেদন ফি: ২০০ টাকা

শর্ত (সকল পদবির জন্য): সাঁতার জানা অত্যাবশ্যক
বেতন ও ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com