সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার

  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পানির পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত ১২২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানুয়া নামেও পরিচিত ছিল। যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরো একটি প্রাচীন নাম পালঙ্কি।

কক্সবাজার চট্টগ্রাম শহর থেকে ১৫২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব ৪১৪ কিলোমিটার। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। দেশের রাজধানী ঢাকা থেকে সড়ক এবং আকাশপথে কক্সবাজার যাওয়া যায়। চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইন স্থাপনের প্রকল্প চলমান রয়েছে। আশা করা হচ্ছে ২০২২ সালের মধ্যে ঢাকা থেকে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।

পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান । বেসরকারি উদ্যোগে নির্মিত অনেক হোটেল, বাংলাদেশের পর্যটন কেন্দ্র নির্মিত মোটেল ছাড়াও সৈকতের নিকটেই বিশটি পাঁচতারকা হোটেল রয়েছে । এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট । সীমান্ত পথে মিয়ানমার, থাইল্যান্ড,চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট ।

এখানে রয়েছে দেশের একমাত্র ফিস একুরিয়াম । আরো রয়েছে প্যারাসেলিং, ওয়াটার বাইকিং, বিচ বাইকিং, কক্স কার্নিভাল সার্কাস শো, দরিয়ানগর ইকো পার্ক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত অসংখ্য স্থাপত্য । ফিউচার পার্ক শিশু পার্ক এবং অসংখ্য ছোট ছোট স্পট । এখানে আরো আছে জিওলজিক্যাল পার্ক । এখানে উপভোগের জন্য রয়েছে নাইট বিচ কনসার্ট । সমুদ্র সৈকতকে লাইটিং এর মাধ্যমে আলোকিত করার ফলে এখানে রাতের বেলায় সমুদ্র উপভোগের সুযোগ রয়েছে । এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সী-একুরিয়াম, ক্যাবলকার এবং ডিজনিল্যান্ড ।

কক্সবাজারে বিভিন্ন উপজাতি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বসবাস করে । যা শহরটিকে করেছে আরও বৈচিত্র্যময় । এইসব উপজাতিদের মধ্যে চাকমা সম্প্রদায় প্রধান । কক্সবাজার শহরের অদূরে অবস্থিত রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী পবিত্র তীর্থস্থান হিসেবে বৌদ্ধ মন্দির । কক্সবাজার শহরে যে বৌদ্ধ মন্দিরটি রয়েছে তাতে বেশ কিছু দুর্লভ বৌদ্ধ মূর্তি আছে । এই মন্দির ও মূর্তি গুলো পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয়।

কক্সবাজার এবং আশেপাশের কিছু দর্শনীয় স্থান সমূহ

দর্শনীয় স্থান সমূহঃ

  • সমুদ্র সৈকত
  • সী পার্ল ওয়াটার পার্ক
  • লামাপাড়া খিয়াং
  • রামু বৌদ্ধ বিহার
  • মাথিন কূপ
  • মহেশখালী আদিনাথ মন্দির
  • মহেশখালী দ্বীপ
  • হিমছড়ি পাহাড়
  • হিমছড়ি জাতীয় উদ্যান
  • হিমছড়ি ঝর্ণা
  • রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড
  • শাহপরীর দ্বীপ
  • কুতুবদিয়া দ্বীপ
  • ছেড়া দ্বীপ
  • মারমেইড ইকো রিসোর্ট
  • ডুলাহাজরা সাফারি পার্ক
  • সোনাদিয়া দ্বীপ
  • ইনানী সমুদ্র সৈকত
  • মেরিন ড্রাইভ
  • রামু রাবার বাগান

ঢাকা থেকে কক্সবাজার কিভাবে যাবেন ?

ঢাকা হতে মূলত বাস এবং বিমান এই দুটি উপায়ে সরাসরি কক্সবাজার যেতে পারবেন। রেলপথে অর্থাৎ ট্রেনে সরাসরি কক্সবাজার যাওয়ার আপাতত কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আপনাকে ঢাকা থেকে ট্রেনে চড়ে চট্টগ্রাম এসে পরবর্তীতে অন্য উপায়ে চট্টগ্রাম হতে কক্সবাজার যেতে হবে।

ঢাকা থেকে বাসে কক্সবাজার

বাস হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সবচাইতে জনপ্রিয় বাহন । রাজধানী ঢাকার সায়েদাবাদ, গাবতলী এবং মহাখালী বাস টার্মিনাল সহ বেশ কিছু জায়গা হতে ঢাকা টু কক্সবাজার রুটে বিভিন্ন পরিবহনের এস, নন-এসি বাস চলাচল করে। বাসে চড়ে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ৪১৪ কিলোমিটার পথ পাড়ি দিতে ১০ থেকে ১২ ঘন্টা সময় লাগে।

এসি,নন-এসি বাসের ভাড়ার তালিকাঃ

বাসের ধরন ভাড়া

নন-এসি বাস

৭৫০-৯০০ টাকা

এসি বাস

১০০০-২৫০০ টাকা

এসি,নন-এসি বাসের জন্য যোগাযোগঃ

দেশ ট্রাভেলস : ০১৭০৫-৪৩০৫৬৬

তুবা লাইন : ০১৮৭৬-০০৫৬৮৭

সোহাগ পরিবহন : ০১৯২৬-৬৯৯৩৬৭

গ্রীন লাইন : ০৪৪৭-৮৬৬০০১১

এনা : ০১৭৬০-৭৩৭৬৫০

ইউনিক  : ০১৯৬৩-৬২২২৩৬

শ্যামলী পরিবহন : ০২-৭৫৪১৩৩৬

ইয়ার ৭১ : ০১৯১৭-০৭৮৮০৭

টি আর ট্রাভেলস : ০২-৮০৩১১৮৯

ঈগল পরিবহন : ০১৭৯৩-৩২৮০৪৫

হানিফ পরিবহন : ০১৭১৩-৪০২৬৭৩

ইকোনো : ০১৯৯২-০১৭৯১৫

রয়েল কোচ : ০১৮৭২-৭২৩২৩৬

সেন্টমার্টিন পরিবহন : ০১৭৬২-৬৯১৩৪১

এস আলম সার্ভিস : ০২-৯০০২৭০২

ঢাকা থেকে বিমানে কক্সবাজার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, রিজেন্ট এয়ারওয়েজ এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স সরাসরি ঢাকা টু কক্সবাজার রুটে সপ্তাহে ৫৫টি ফ্লাইট পরিচালনা করে । বিমানে চড়ে কক্সবাজার পৌঁছাতে সর্বোচ্চ ১ ঘন্টা সময় লাগে । আবার আকাশ পথে ঢাকা থেকে চট্টগ্রাম এসে সড়ক পথে বাসে কক্সবাজার যেতে পারবেন । তবে বলে রাখা ভালো, অন্য সকল ফ্লাইট এর মত ঢাকা কক্সবাজার ফ্লাইট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তিত হতে পারে ।

 ঢাকা টু কক্সবাজার বিমান টিকেটের মূল্যঃ

বিমান সংস্থা সর্বনিম্ন ভাড়া সর্বোচ্চ ভাড়া

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

৩,৫০০-৪০০০ টাকা

১১,০০০ টাকা

নভোএয়ার

৩,৯০০ টাকা

৯,০০০ টাকা

ইউএস বাংলা এয়ারলাইন্স

৪,২০০ টাকা

১০,৫০০ টাকা

রিজেন্ট এয়ারওয়েজ

৩,৯৯৯ টাকা

৯,৮০০ টাকা

এছাড়া চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালিত হয়ে আসছে । চট্টগ্রাম থেকে বিমানে চড়ে কক্সবাজার যেতে ২,১০০ থেকে ৩,৯০০ টাকা পর্যন্ত খরচ হবে । বিমান ভাড়া সবসময় ভ্রমণের তারিখ অনুযায়ী পরিবর্তিত হয় । ভ্রমণ তারিখের ন্যূনতম মাসখানেক আগে বিমানের টিকিট কাটলে সাধারণত ভাড়া কিছুটা কমে । আবার ভ্রমণের তারিখের খুব কাছাকাছি সময়ে টিকিট কাটলে অনেকক্ষেত্রে টিকিটের স্বাভাবিক মূল্যের চেয়ে দ্বিগুণ অথবা তিনগুণ অর্থ ব্যয় করতে হয় ।

মনে রাখবেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে বিমান ভ্রমণ করতে পাসপোর্টের প্রয়োজন হয় না । তবে নিরাপত্তার স্বার্থে জাতীয় পরিচয়পত্র সাথে বহন করা বাঞ্ছনীয় ।

প্রত্যেক ইকোনমিক ক্লাসের যাত্রী ২০ কেজি পরিমাণ এবং ৭ কেজি কেবিন লাগেজ হিসেবে মালামাল বহন করতে পারবেন । আর বিজনেস ক্লাসের যাত্রীগণ বহন করতে পারবেন ৩০ কেজি এবং ৭ কেজি কেবিন লাগেজ মালামাল । নির্ধারিত পরিমাণের চাইতে বেশি মালামাল পরিবহন করতে চাইলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী অতিরিক্ত ফি প্রদান করতে হবে ।

ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার

ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলস্টেশন হতে আন্তঃনগর সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী ট্রেনে যাত্রা করতে পারেন । তারপর চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ এলাকায় অথবা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে এস আলম, হানিফ, ইউনিক ইত্যাদিসহ কক্সবাজার যাওয়ার বিভিন্ন ধরন ও মানের বাস পেয়ে যাবেন । বাস ভেদে ২৮০ থেকে ৫৫০ টাকা আবার চট্টগ্রাম থেকে বিমানে কক্সবাজার যেতে পারবেন ।

ঢাকা টু চট্টগ্রাম আন্তঃনগর ট্রেনের টিকেট মূল্যঃ

ক্লাস ভাড়া

শোভন

২৮৫ টাকা

শোভন চেয়ার

৩৪৫ টাকা

স্নিগ্ধা

৬৫৬ টাকা

১ম শ্রেনীর চেয়ার

৪৬০ টাকা

১ম শ্রেনীর বাথ

৬৮৫ টাকা

এসি সিট

৭৮৮ টাকা

এসি বাথ

১,১৭৯ টাকা

ট্রেন সম্পর্কিত তথ্য জন্য জানতে যোগাযোগঃ

কমলাপুর রেলওয়ে স্টেশন

ফোনঃ ০২-৯৩৫৮৬৩৪, ৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২

মোবাইলঃ ০১৭১১-৬৯১৬১২

বিমানবন্দর রেলওয়ে স্টেশন

ফোনঃ ০২-৮৯২৪২৩৯

ওয়েবসাইটঃ www.railway.gov.bd

কক্সবাজারে কোথায় থাকবেন ?

বিপুল পর্যটকদের রাত্রিযাপন নিশ্চিত করতে সমুদ্র সৈকতের কাছে তৈরি করা হয়েছে অসংখ্য আবাসিক হোটেল, রিসোর্ট এবং কটেজ। কক্সবাজারের কয়েকটি জনপ্রিয় হোটেল ও রিসোর্ট এর তথ্য এবং ভাড়ার তালিকা –

হোটেল ও রিসোর্টঃ

  • রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট

ভাড়াঃ ১২,০০০-১,১৮,০০০ টাকা ( প্রতি রাত )

স্থানঃ ইনানী বিচ

মোবাইলঃ ০১৯৭০-৬৬০০৬৬

  • সায়মন বিচ রিসোর্ট

ভাড়াঃ ১০,৫০০-৪৪,০০০ টাকা ( প্রতি রাত )

স্থানঃ কলাতলী মেরিন ড্রাইভ

মোবাইলঃ ০১৭৫৫-৬৯১৯১৭

  • লং বিচ হোটেল

ভাড়াঃ ৬,৫০০-৪০,০০০ টাকা ( প্রতি রাত )

স্থানঃ কলাতলী মেরিন ড্রাইভ

মোবাইলঃ ০১৭৫৫-৬৬০০৫১

  • ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট

ভাড়াঃ ৮,০০০-১৭,০০০ টাকা ( প্রতি রাত )

স্থানঃ কলাতলী মেরিন ড্রাইভ

মোবাইলঃ ০১৯৩৮-৮৪৬৭৬১

  • সীগাল হোটেল

ভাড়াঃ ৫,৫০০-৪০,০০০ টাকা ( প্রতি রাত )

স্থানঃ সুগন্ধা বিচ

মোবাইলঃ ০১৭৬৬-৬৬৬৫৩০

  • হোটেল দ্য কক্স টুডে

ভাড়াঃ ৭,৫০০-৮০,০০০ টাকা ( প্রতি রাত )

স্থানঃ কলাতলী রোড

মোবাইলঃ ০১৭৫৫-৫৯৮৪৪৯

  • হোটেল সী প্যালেস

ভাড়াঃ ৩,৫০০-১৭,০০০ টাকা ( প্রতি রাত )

স্থানঃ কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়

হতে প্রায় ৩ কিলোমিটার দূরে

মোবাইলঃ ০১৭১৪-৬৫২২২৭

  • প্রাসাদ প্যারাডাইস

ভাড়াঃ ৪,৫০০ টাকা ( প্রতি রাত )

স্থানঃ নিউ বিচ রোডে

মোবাইলঃ ০১৫৫৬-৩৪৭৭১১

  • হোটেল সী ক্রাউন

ভাড়াঃ ৪,০০০-৪০,০০০ টাকা ( প্রতি রাত )

স্থানঃ মেরিন ড্রাইভ রোড

মোবাইলঃ ০১৭৩৩-৩৩১৭০৩

  • হোটেল সী ওয়ার্ল্ড

ভাড়াঃ ২,৫০০-১৬,০০০ টাকা ( প্রতি রাত )

স্থানঃ লাবনী বিচ

মোবাইলঃ ০১৯৩৮-৮১৭৫০১

  • সার্ফ ক্লাব রিসোর্ট

ভাড়াঃ ৬,০০০ টাকা ( প্রতি রাত )

স্থানঃ সুগন্ধা বিচ

মোবাইলঃ ০১৭৭৭-৭৮৬২৩২

  • হোটেল সী কক্স

ভাড়াঃ ৩,০০০-৮,০০০ টাকা ( প্রতি রাত )

স্থানঃ কলাতলী বিচ

মোবাইলঃ ০১৮৪০-৪৭৭৭০৭

  • মোটেল লাবনী

ভাড়াঃ ১,৫০০ টাকা ( প্রতি রাত )

স্থানঃ লাবনী বিচ

মোবাইলঃ ০১৮১৫-৪৬৯১১৩

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com