শিক্ষার্থীদের আগমন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে কানাডায়। সে দেশের অভিবাসন মন্ত্রী মার্ক মিলার সাক্ষাৎকারে বলেন, ২০২৩ সালে প্রায় ৯ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় উচ্চশিক্ষার জন্য এসেছে। এই বিষয়টি নিয়ে উদ্বেগের মধ্যেই রয়েছে অভিবাসন দপ্তর।
মার্ক মিলার আশঙ্কা প্রকাশ করছেন লাখ লাখ ছাত্রছাত্রীরা সে দেশে যাওয়ার ফলে চাপ পড়েছে আবাসন বন্টনের ক্ষেত্রেও। এছাড়াও সার্বিকভাবে এত বিপুল ছাত্রছাত্রী পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে লেখাপড়া শিখতে আসার ফলে সার্বিক ব্যবস্থা নিয়েই চিন্তিত অভিবাসন মন্ত্রী। বিদেশি ছাত্রদের নিয়ে আসা একটি লাভজনক ব্যবসাতেও পরিণত হয়েছে। ফলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে ভর্তি কিংবা লেখাপড়া ব্যবস্থা করার নাম করে জালিয়াতিও চলছে চরমে।
বিদেশ থেকে যারা পড়তে আসছেন, প্রত্যেক শিক্ষার্থী পিছু ২০ থেকে ৩০ কানাডিয়ান ডলার আয় করছে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি। কিছু ব্যক্তি সৎ পথে অর্থ উপার্জন করলেও বহু ক্ষেত্রেই জালিয়াতির খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়টাই মূল উদ্বেগের বিষয় কানাডা প্রশাসনের কাছে।
মন্ত্রী মার্ক মিলার মন্তব্য করেছেন, সরকার আবাসন সংকট কমানোর জন্য প্রতি বছর কানাডায় পড়তে আসা শিক্ষার্থীদের অনুমোদন সংখ্যা সীমাবদ্ধ করার কথা ভাবছে।
সূত্র: হিন্দুস্থান টাইমস