শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় নারীদের পোশাক খুলে হয়রানির অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

ইন্দোনেশিয়ায় ‘মিস ইউনিভার্স’ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া বেশ কয়েকজন নারী প্রার্থীর অভিযোগ তাদের পোশাক খুলে হয়রানি করা হয়েছে। এ বিষয়ে তারা পুলিশকে জানিয়েছেন এবং যৌন নির্যাতনের অভিযোগ করেছেন।

তাদের একজন আইনজীবী বলেছেন, ৩ আগস্ট সুন্দরী প্রতিযোগিতার ফাইনালের দুই দিন আগে প্রতিযোগীদের “শরীর পরীক্ষা” এবং ছবি তোলার জন্য তাদের টপস (বক্ষাবরণের বিশেষ পোশাক) খুলে ফেলতে বলা হয়েছিল।

আয়োজকরা অভিযোগকারী নারীদের বলেছিলেন যে তাদের শরীরের দাগ, বিকৃতি বা ট্যাটু পরীক্ষা করতে হবে।

সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া একজন প্রতিযোগী বলেছেন, আমি মনে করি যে আমার অধিকার লঙ্ঘন করা হয়েছে।

ওই নারী জানান, ‘এটা তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। এখন তার ঘুমাতে সমস্যা হচ্ছে।’

তিনি এ সপ্তাহের শুরুতে অন্যান্য অভিযোগকারীদের সঙ্গে গণমাধ্যমে কথা বলতে গিয়ে এসব কথা বলেন। স্থানীয় টেলিভিশন তাদের পরিচয় প্রকাশ না করার জন্য সম্প্রচারের সময় তাদের মুখ ঝাপসা করে দেয়।

কয়েকজন প্রতিযোগীর প্রতিনিধিত্ব করা মেলিসা অ্যাংগ্রেনি নামের এক আইনজীবী জানিয়েছেন, সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া তিনজন প্রতিযোগী তার শরণাপন্ন হয়েছেন। তার মতে, আরও অনেকে (প্রতিযোগী) এগিয়ে আসবেন।

এ বিষয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পুলিশ একটি বিবৃতি জারি করে বলেছে যে তারা আরও তদন্ত করবে।

মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া সংস্থার মালিক সেলিব্রিটি পপি ক্যাপেলা এক বিবৃতিতে বলেছেন, তারা এ অভিযোগের তদন্ত করবে।

এ সুন্দরী প্রতিযোগিতার মূল সংস্থা গ্লোবাল মিস ইউনিভার্স অর্গানাইজেশনও বলেছে যে তারা বিষয়টি খতিয়ে দেখছে। তারা আরও জানিয়েছে, এ সংস্থাটি যৌন অনৈতিকতার অভিযোগকে “খুবই গুরুত্ব সহকারে” নেয়।

সূত্র : বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com