ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রতিক্ষীত ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে। স্বপ্ন পূরণে উচ্ছ্বাসিত বাংলাদেশ কমিউনিটি
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের যাত্রা শুরু হয়।
আনন্দঘন পরিবেশে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান।
ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে ৬ জন প্রবাসী বাংলাদেশি আবেদনকারীর কাছে ই-পাসপোর্টের এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়।
বাংলাদেশ দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে এবং ইতালি প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অধিকতর সেবা প্রদানের উদ্দেশ্যে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাইদ, দূতাবাস কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।