বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

বিমানে নারী ও তার কন্যাকে হেনস্থা মাতাল যাত্রীর

  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

বিমানের মধ্যে এক নারী এবং তার কিশোরী কন্যাকে হেনস্থার অভিযোগ উঠেছে এক মাতাল যাত্রীর বিরুদ্ধে। মদ্যপান করে হেনস্থা করলেও ওই যাত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি বিমান সংস্থা, এমনই অভিযোগ করা হয়েছে।

এই ঘটনায় গত মঙ্গলবার (২৫ জুলাই) বিমান সংস্থা ডেল্টার বিরুদ্ধে ২০ লাখ ডলারের মামলা দায়ের করা হয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিমান সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগের পাশাপাশি ক্ষতিপূরণের আবেদন জানানো হয়েছে।

নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে এথেন্সের উদ্দেশে উড়েছিল ডেল্টা বিমান সংস্থার একটি বিমান। নয়ঘণ্টার ওই বিমান সফরে এক পুরুষ যাত্রীর হেনস্থার মুখে পড়েন এক নারী এবং তার কন্যা। বার বার সাহায্যের আবেদন জানালেও বিমানের ক্রু সদস্যরা কোনও কর্ণপাত করেননি বলে অভিযোগ।

মামলার আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে যে, বিমানের মধ্যে এক পুরুষ যাত্রী মদ্যপান করে প্রথমে এক নারী যাত্রীর কিশোরী কন্যাকে হেনস্থা করেন। উড়োজাহাজের মধ্যে ওই যাত্রীকে বার বার মদ দেওয়া হচ্ছিল।

এমনকি, মাতাল অবস্থায় তার আচরণের পরও বিমানসেবিকা ওই যাত্রীকে মদ পরিবেশন করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

বিমানের মধ্যে ওই যাত্রী চিৎকারও করেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বিমানসেবিকাদের দ্বারস্থ হন ওই নারী। কিন্তু সাহায্য পাননি বলে দাবি। পরে বিমান সংস্থার পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয় বলে দাবি। ওই ঘটনায় বিমান সংস্থার বিরুদ্ধে এবার ২০ লাখ ডলারের মামলা দায়ের করা হল।

ডেল্টার পক্ষ থেকে জানানো হয়েছে, অনৈতিক আচরণে সংস্থা ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলে। যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

বিমানেরর মধ্যে নারী যাত্রীকে হেনস্থা করার ঘটনা নতুন নয়। সম্প্রতি ভারতে একটি বিমানের মধ্যে নারী যাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক অধ্যাপককে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com