শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

স্পেনে মৌসুমী কর্মী হিসেবে যেভাবে আসবেন

  • আপডেট সময় রবিবার, ৩০ জুলাই, ২০২৩

মৌসুমী কর্মী নেয়ার ক্ষেত্রে ইউরোপের অভিন্ন নীতি নেই৷ প্রতিটি দেশের আছে নিজস্ব নীতিমালা৷ ইউরোপের দেশগুলোতে মূলত কৃষিখাতেই মৌসুমী কর্মীর প্রয়োজন হয় সবচেয়ে বেশি৷

মৌসুমী কর্মীদের জন্য বছরের একটি নির্দিষ্ট সময়ে ভিসা ইস্যু করা হয়৷ আর এই ভিসা নিয়ে যারা আসেন তাদেরকে সাধারণত অন্য কাজ করতে দেয়া হয় না৷ কাজ শুরুর আগে আগে তাদের ইউরোপে প্রবেশ করতে দেয়া হয় এবং কাজ শেষে তাদের ফেরত পাঠিয়ে দেয়া হয়৷

এই সময়টাতে অন্য কাজ করতে দেয়া না হলেও, ইউরোপের কিছু দেশ মৌসুমী ভিসায় আসা কর্মীদের পড়াশোনার বা প্রশিক্ষণের সুযোগ দেয়৷

স্পেনে মৌসুমী কর্মী হিসেবে আসতে চাইলে, যে বিষয়গুলো আপনার জানতে হবে-

এক ঝলকে

  • স্পেনে যদি সাধারণ কাজের চুক্তি থাকে, তাহলে ৯০ দিনের ভিসা দেয়া হয়৷ আর স্পেনে পৌঁছে কাজ শুরু করার আগে দেশটির সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনায় আপনাকে নিবন্ধিত হতে হবে৷
  • সামাজিক নিরাপত্তায় নিবন্ধিত হওয়ার এক মাসের মধ্যে বিদেশি নাগরিক হিসেবে পরিচয়পত্র পেতে আপনাকে ফরেইন ন্যাশনাল অফিসে অথবা নির্ধারিত থানায় আবেদন করতে হবে৷
  • চুক্তি যদি মৌসুমী কাজের জন্য হয়, তাহলে চুক্তির সময়সীমা অনুযায়ী ভিসা দেয়া হয়৷ সেক্ষেত্রে বিদেশি নাগরিক হিসেবে পরিচয়পত্র আর নিতে হয় না৷ মৌসুমী কাজ সাধারণত বছরে নয় মাস মেয়াদের হয়৷
  • সাধারণত স্পেনের একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কাজকে কেন্দ্র করে মৌসুমী কাজের ভিসা দেয়া হয়৷
  • আপনাকে প্রমাণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আপনি স্পেনে প্রবেশ করেননি।
  • আপনি যদি অতীতে কখনও স্বেচ্ছায় স্পেন ছেড়ে নিজ দেশে ফিরে গিয়ে থাকেন, তাহলে আবারও স্পেনে আসার আগে আপনাকে প্রমাণ করতে হবে, স্পেনে না ফেরার অঙ্গীকার বা নিষেধাজ্ঞার সময় শেষ হয়েছে৷
  • মৌসুমী কাজে স্পেন আসতে চাইলে, আপনার চাকরিদাতাকে আপনার ভিসায় উল্লেখ করা মেয়াদকাল পর্যন্ত কাজ করানোর সামর্থ্য থাকতে হবে৷
  • চাকরিদাতাকে প্রমাণ করতে হবে কর্মীদের সব আইনি চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত অর্থ তার রয়েছে৷
  • স্পেনে মৌসুমি কাজের বেশিরভাগই কৃষি৷ কর্মসংস্থান ও সমাজকল্যাণ মন্ত্রণালয় অভিবাসী শ্রমিকদের শিল্প ও বিদ্যুৎকেন্দ্রগুলোতেও কাজ করার অনুমতি দেয়৷

আরো পড়ুন>> ইটালিতে মৌসুমী কর্মী হিসেবে যেভাবে আসবেন

স্পেনের দক্ষিণে আলমেরিয়ায় করোনাভাইরাস মহামারির সময় একজন অভিবাসী শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করছেন৷ ফাইল ছবি: রয়টার্স
স্পেনের দক্ষিণে আলমেরিয়ায় করোনাভাইরাস মহামারির সময় একজন অভিবাসী শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করছেন৷ ফাইল ছবি: রয়টার্স

মৌসুমী ভিসার ঘোষণা

  • স্প্যানিশ সরকারের ‘সার্কুলার মাইগ্রেশন’ নামে একটি প্রকল্প আছে৷ এর আওতায় অস্থায়ী এবং মৌসুমী কর্মীদের স্পেনে আনতে বেশ কিছু দেশের সঙ্গে তাদের চুক্তিও আছে৷ যা সংক্ষেপে ‘টিসিএলএম’ নামে পরিচিত৷
  • দেশগুলোর মধ্যে রয়েছে মরক্কো, সেনেগাল, গুয়াতেমালা, হন্ডুরাস, ইকুয়েডর এবং কলম্বিয়া৷ আরো বিস্তারিত জানতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অভিবাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখুন৷

কত সংখ্যক ওয়ার্ক পারমিট জারি করা হয়?

  • এটি আসলে কর্তৃপক্ষ ও একটি বছরের ওপর নির্ভর করে৷ এ বছরের মার্চে স্প্যানিশ সরকার জানায়, তারা কৃষিখাতে সেনেগালের কর্মীদের জন্য টিসিএলএম বাড়াবে৷ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফসল কাটার মৌসুমে একশ জন সেনেগালিজ কর্মী আনার ঘোষণা দিয়েছে স্পেন৷
  • এর আগের বছরগুলোতে, কৃষিখাতে মরক্কো থেকে অন্তত ১৫ হাজার কর্মী এনেছে স্পেন৷ আর এ বছর, হন্ডুরাস থেকে ৪১৫ জন মৌসুমী কর্মী এবং ইকুয়েডর থেকে ১০২ জন মৌসুমী কর্মী আনা হবে৷ রয়টার্স জানিয়েছে, তারা পাঁচ মাস স্পেনে থাকবেন৷

আরো পড়ুন>> যুক্তরাজ্যে মৌসুমী কর্মী হিসেবে আসবেন যেভাবে

স্পেনের দক্ষিণাঞ্চলে অনেক অনথিভুক্ত অভিবাসী বিভিন্ন কৃষিখামারে কাজ করেন৷ ছবি: পিকচার অ্যালায়েন্স/হলান্ডসে হোগটে
স্পেনের দক্ষিণাঞ্চলে অনেক অনথিভুক্ত অভিবাসী বিভিন্ন কৃষিখামারে কাজ করেন৷ ছবি: পিকচার অ্যালায়েন্স/হলান্ডসে হোগটে

যেখানে চাকরি খুঁজবেন

মৌসুমী ও অস্থায়ী কাজ খুঁজে পেতে গুরুত্বপূর্ণ কিছু কর্মসংস্থান বিষয়ক প্রতিষ্ঠানের লিংক দেয়া হলো:

যা যা প্রয়োজন

  • কাজ এবং রেসিডেন্স পারমিট অথবা কাজ এবং রেসিডেন্স ভিসা৷
  • নিয়োগকর্তার ব্যবস্থা করা থাকার জায়গা৷
  • নিজ দেশ থেকে স্পেনে যাওয়া-আসার যাতায়াত ভাড়া নিয়োগকর্তা অথবা আপনাকে বহন করতে হবে৷
  • চুক্তি শেষে নিজ দেশে ফিরে যাবেন বলে প্রতিজ্ঞা করতে হবে৷
  • স্পেনে থাকা এবং চলার জন্য প্রয়োজনীয় আর্থিক সঙ্গতি আপনার আছে, তার প্রমাণ দিতে হবে৷
  • আপনি যদি ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনো দেশের নাগরিক হন এবং স্পেনে ৯০ দিনের বেশি থাকবেন, তাহলে আপনার রেসিডেন্স ভিসার প্রয়োজন হবে৷ আর যদি আপনি ৯০ দিনের কম সময় থাকবেন, তাহলে শুধু ওয়ার্ক ভিসা হলেই চলবে৷
  • ভিসা ফর্মটি ইংরেজি বা স্প্যানিশ ভাষায় পূরণ করা যাবে৷
  • পাসপোর্টে অন্তত এক বছরের মেয়াদ থাকতে হবে, খালি রাখতে হবে দুটি পৃষ্ঠা৷
  • আপনার বাসস্থান এবং কাজের চুক্তির মূলকপি এবং ফটোকপি লাগবে৷ কাজের চুক্তির এক মাসের মধ্যেই ভিসার আবেদন জমা দিতে হবে৷
  • গত পাঁচ বছর ধরে আপনি যে দেশে আছেন সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে৷ তা ছয় মাসের বেশি পুরানো হতে পারবে না৷
  • নিবন্ধিত চিকিৎসকের দেয়া মেডিক্যাল সার্টিফিকেট লাগবে৷ তা ভিসা আবেদনের তারিখের চেয়ে এক মাসের বেশি পুরান হতে পারবে না৷ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো রোগে আপনি ভুগছেন না, তা সেখানে উল্লেখ থাকতে হবে৷
  • অবশ্যই ভিসা ফি দিতে হবে৷

যেভাবে আবেদন করতে হবে

  • কাজের কিংবা রেসিডেন্স ভিসার আবেদন করার আগে, অবশ্যই আপনার নিয়োগকর্তার কাছে প্রোভিনশিয়াল অ্যালিয়েনস অ্যাফেয়ার অফিসের কিংবা স্পেনের শ্রম শাখার নিয়ন্ত্রাধীন প্রতিষ্ঠান থেকে আপনার জন্য ওয়ার্ক পারমিট নিতে হবে৷
  • আপনি যদি আপনার রেসিডেন্স বা কাজের চুক্তি নবায়ন করতে চান, তাহলে বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে আপনাকে আবেদন করতে হবে৷
  • কাজ বা রেসিডেন্স ভিসার জন্য আপনি যে দেশে আছেন, সেই দেশের স্প্যানিশ কনস্যুলেট বা দূতাবাস থেকে আবেদন করতে হবে৷
রেড ক্রস ছাড়াও বেশ কয়েকটি সংস্থা আছে, যারা স্পেনে অভিবাসী কর্মীদের অধিকার সম্পর্কে সচেতন করে এবং সহযোগিতা দেয়৷ ছবি: ইপিএ/মার্তা পেরেজ
রেড ক্রস ছাড়াও বেশ কয়েকটি সংস্থা আছে, যারা স্পেনে অভিবাসী কর্মীদের অধিকার সম্পর্কে সচেতন করে এবং সহযোগিতা দেয়৷ ছবি: ইপিএ/মার্তা পেরেজ

ইউনিয়ন এবং সেবা

আরো পড়ুন>> জার্মানিতে মৌসুমী কর্মী হিসেবে আসবেন যেভাবে

স্পেনের প্রধান শ্রমিক সংগঠন

  • সিসিওও (কনফেডারেশন অব ওয়ার্কার্স কমিশনস)
  • ইউজিটি (জেনারেল ওয়ার্কার্স ফেডারেশন)
  • ইউএসও (ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন কনফেডারেশন)

জেনে নিন আপনার অধিকার

  • আপনার নিয়োগকর্তাকে অবশ্যই আপনাকে নিবন্ধিত করে তার একটি সনদ দিতে হবে৷
  • সামাজিক নিরাপত্তা খাতে আপনার অনুদানের অংশ অবশ্যই আপনার নিয়োগকর্তাকে দিতে হবে এবং নিশ্চিত করতে হবে আপনার কর এবং সামাজিক নিরাপত্তা খাতের অর্থ ঠিকমতো পরিশোধ হয়েছে৷
  • মৌসুমী কর্মীদের যদি প্রশিক্ষণ দিতে হয়, সেটার জন্য নিয়োগকর্তাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে৷
  • ইউরোপীয় শ্রম কর্তৃপক্ষ ইউরোপের সব দেশে ‘‘সব মৌসুমের অধিকার’’ শিরোনামে একটি প্রচারাভিযান চালায়৷ এর মধ্য দিয়ে মৌসুমী শ্রমিকেরা নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারেন৷
  • ২০২২ সালের আগস্টে অভিবাসী কর্মীদেরও স্পেনের শ্রম আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে৷
  • দুই বছর ধরে স্পেনে থাকা অভিবাসীদের প্রশিক্ষণের অনুমতি দেয় দেশটি৷ তবে এমন পেশায় প্রশিক্ষণ দেয়া হয়, যেখানে দেশটির শ্রম ঘাটতি রয়েছে৷
  • স্পেনে বিদেশি শিক্ষার্থীরাও ৩০ ঘণ্টা পর্যন্ত কাজের অনুমতি পায়৷ শিক্ষাজীবন শেষে কোনো প্রতিবন্ধকতা ছাড়া তারা স্পেনের শ্রমবাজারে যোগ দিতে পারেন৷

যেখানে ফোন দিতে পারেন

  • আপনি যদি নিজেকে শোষিত মনে করেন, তবে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার অফিসে যোগাযোগ করতে পারেন৷ তারা গোটা বিশ্বের শ্রম অধিকার আদায়ে সহযোগিতা করে৷ +৪১২২৭৯৯৭০২১ এই নম্বরে ফোন দিতে পারেন অথবা ইমেইল করতে পারেন৷

ইনফোমাইগ্রেন্টস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com