শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

ঘুরে আসুন মালদ্বীপ

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
রঙিন সংস্কৃতি, নিখুঁত সমুদ্রসৈকত, বিচিত্র সামুদ্রিক প্রাণীর সমাহার- সব মিলিয়ে মালদ্বীপ দেশটি ভ্রমণপিপাসুদের জন্য খুবই জনপ্রিয় একটি গন্তব্য। ফ্রেঞ্চ পলিনেশিয়ায় অবস্থিত বোরা বোরা কিংবা ফিজি দ্বীপপুঞ্জের তুলনায় মালদ্বীপ কোনো অংশেই কম নয়। আর বাংলাদেশিদের জন্য সুখবর হলো, বোরা বোরা ঘুরে আসার তুলনায় প্রায় দশ ভাগের এক ভাগ খরচ দিয়েই আপনারা ঘুরে আসতে পারবেন মালদ্বীপ।

ফেব্রুয়ারি মাসে এই গন্তব্যগুলোতে সাধারণত ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ কিছু আয়োজন থাকে।

আর মালদ্বীপ ঘোরার সেরা সময় হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত। তাই এই ফেব্রুয়ারি মাসটাই হতে পারে মালদ্বীপে আনন্দে কয়েকটা দিন কাটিয়ে আসার সেরা সময়। এই মৌসুমে আকাশ থাকে পরিষ্কার। এমনকি সমুদ্রও থাকে কিছুটা শান্ত।
তাই আসুন জেনে নিই মালদ্বীপ ঘুরে আসার বিশেষ কিছু টিপস।কিভাবে যাবেন? 

দিন দিন বাংলাদেশিদের মাঝে মালদ্বীপের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ফলে বর্তমানে কিছু দেশীয় এয়ারলাইনসেই মালদ্বীপের সরাসরি ফ্লাইট পাওয়া যায়। এতে ফ্লাইটের সময় এবং খরচ দুইটাই কমে যায়।

মালদ্বীপে পৌঁছতে সরাসরি ফ্লাইটে সময় লাগবে ৪.৫ ঘণ্টার মতো। এ ছাড়া সবচেয়ে সুবিধার বিষয় হলো, মালদ্বীপের ভিসাপ্রক্রিয়া খুবই সোজা। দেশটিতে পৌঁছানোর পর ভিসা দিয়ে দেওয়া হয় বাংলাদেশি নাগরিকদের। আগে থেকে প্রস্তুতি নেওয়া কিংবা আলাদা কোনো কাগজপত্রের ব্যবস্থা করারও প্রয়োজন নেই।সঠিক ফ্লাইট বাছাই করতে অনেকেই ঝামেলার সম্মুখীন হন।

মালদ্বীপে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে নির্দিষ্ট সময়ে বাঁধা স্পিডবোটের ব্যবস্থা থাকে। তাই হোটেল বুকিংয়ের সঙ্গে মিলিয়ে ফ্লাইট পছন্দ করতে হয়। পূর্বে এই কাজটি করতে ভিন্ন ভিন্ন তৃতীয় পক্ষের এজেন্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন এয়ারলাইনসের মূল্য জানা লাগত। তবে বর্তমানে প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে। ঘরে বসেই অনলাইনে করে ফেলা যায় যাবতীয় সব বুকিং। এমনই একটা সমাধান গোযায়ান। ফোনে এই অ্যাপটি ডাউনলোড করে নিজেই দেখে নিতে পারবেন মালদ্বীপের সব ধরনের ফ্লাইট। সেখানে ফ্লাইটের সময়, যাত্রাবিরতির সময়, লাগেজের সীমাবদ্ধতা ইত্যাদি সব নিয়েই বিস্তারিত তথ্য জানানো আছে। বাজেট নিয়ন্ত্রণ করে ভ্রমণের জন্যও এখন তারা নিয়ে এসেছে ০% ইএমআই সুবিধা। গোযায়ানের এই সুবিধা ব্যবহার করে এখনই ভ্রমণে গিয়ে প্রয়োজনীয় খরচ দিতে পারবেন কিস্তিতে। এর জন্য সুবিধামতো সময় পাবেন।সেরা হোটেলের সন্ধান

প্রায় ১২০০ ছোট ছোট দ্বীপের সমন্বয়ে মালদ্বীপ দেশটি গঠিত। এই দ্বীপগুলো মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত আছে ব্যয়বহুল পাঁচতারা রিসোর্ট দ্বীপ। এসব রিসোর্টের পানির ওপর বিশেষ ‘ভিলা’গুলোর জন্যই মালদ্বীপ সুপরিচিত। অপরদিকে আছে স্থানীয় দ্বীপগুলো। এই দ্বীপগুলোতে থাকার খরচ মোটামুটি কক্সবাজারের সমতুল্য, আবার কিছু ক্ষেত্রে তার থেকেও কম। মাফুশি, উকুলহাউস, ধিগুরাহ ইত্যাদি স্থানীয় দ্বীপগুলো সবচেয়ে জনপ্রিয়। ফিরোজা রঙের পানি এবং সাদা বালির পরিষ্কার সমুদ্রসৈকত পাওয়া যায় এখানে। তা ছাড়া সাশ্রয়ী দামের মাঝে রয়েছে বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও।

বিলাসবহুল রিসোর্টগুলোর অভিজ্ঞতা আবার একেবারেই ভিন্নরকম। শুধু হোটেল বুকিং  নয়, রিসোর্টের সম্পূর্ণ ভ্রমণ প্যাকেজ নেওয়াই বুদ্ধিমানের কাজ। মালদ্বীপ দ্বীপরাষ্ট্র হওয়ায় যাতায়াতে স্পিডবোট ব্যবহার করা হয় কমবেশি। তাই এই রিসোর্টগুলোতে যেতে বিশেষ স্পিডবোটের ব্যবস্থা প্রয়োজন, যা আলাদাভাবে নিলে বেশ ব্যয়বহুল হয়। আবার রিসোর্টের ভেতরে খাবারের খরচও আলাদাভাবে নিলে অনেক বেশি। এসব কারণে সাধারণত মানুষজন এখানে খাবার এবং যাতায়াতসহ বুক করে থাকেন।

এই ১২০০ দ্বীপের মাঝে সেরা রিসোর্ট এবং হোটেলগুলো খুঁজে বের করা বেশ কষ্টকর। হাজার হাজার হোটেলের সমাহার নিয়ে এ ক্ষেত্রে সাহায্য করতে পারে গোযায়ান। দেশ-বিদেশের প্রায় সাত লাখ হোটেল আছে তাদের প্ল্যাটফর্মে। এই অ্যাপে রুমের ছবি, হোটেলের সুযোগ-সুবিধা, খাবারের ব্যবস্থা ইত্যাদি সব তথ্যই দেওয়া আছে। তাই সম্পূর্ণ অনলাইনেই বুক করে ফেলতে পারবেন আপনার জন্য সেরা হোটেলটি।

সময় কাটাবেন কিভাবে?  

মালদ্বীপের সমগ্র ৯০,০০০ বর্গকিলোমিটার এলাকার মধ্যে মাত্র ২৯৮ বর্গকিলোমিটার ভূমি, বাকিটা সমুদ্র। তাই মালদ্বীপে গড়ে উঠেছে পানিকে ঘিরে বিভিন্ন রোমাঞ্চকর বিনোদনের ব্যবস্থা। স্কুবা ডাইভিং, স্নরকেলিং, সার্ফিং, ওয়াটার স্কি, স্কাইডাইভিং, জেট স্কি, প্যারাসেইলিং, পেডাল বোর্ডিং ইত্যাদি ভ্রমণকারীদের জন্য বিশেষ আকর্ষণ।

কিন্তু অনেকেই চান আরো আরামদায়কভাবে ছুটির দিনগুলো কাটাতে। তাদের জন্য আছে সমুদ্রের মাঝে সূর্যাস্ত দেখার বিশেষ ক্রুজ, বিভিন্ন দ্বীপ ঘুরে দেখার সুযোগ অথবা বিলাসবহুল স্পার অভিজ্ঞতা।  চাইলে সময় কাটাতে পারেন নৌকায় চড়ে, ডলফিন দেখে অথবা কায়াকিং করে।

মালদ্বীপ অনেকের জন্যই স্বপ্নের একটি গন্তব্য। এই ফেব্রুয়ারি মাসই মালদ্বীপ ঘুরে আসার সেরা সময় হতে পারে আপনার জন্য। তাই এখনই পরিকল্পনা করে ফেলুন আপনার স্বপ্নের ভ্রমণটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com