বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

ইউকে কমনওয়েলথ ফেলোশিপে মাসে দেওয়া হবে সাড়ে ৩ লাখ টাকা

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

যুক্তরাজ্যের কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপ নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর মিড-ক্যারিয়ার পেশাদারদের জন্য এটি একটি থিম্যাটিক ফেলোশিপ। পেশাদারদের নিজ নিজ সেক্টরে পর্যাপ্ত জ্ঞান এবং দক্ষতা বাড়ানোর সুযোগ প্রদান করাই এই ফেলোশিপের উদ্দেশ্য। এই প্রোগ্রামে আবেদনের জন্য বয়সের কোন বাঁধা নেই এবং আইএলটিএস এরও প্রয়োজন নেই। যাদের পাসপোর্ট নেই, তারাও আবেদন করতে পারবেন তবে। এক্ষেত্রে ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে।

ফেলোশিপের সময়কাল: ৩ মাস

আবেদনের যোগ্যতা:
১. আবেদনকারীকে অবশ্যই একটি কমনওয়েলথ দেশের নাগরিক হতে হবে বা আবেদনকারীকে একটি কমনওয়েলথ দেশ দ্বারা শরণার্থী মর্যাদাপ্রাপ্ত হতে হবে।
২. আবেদনকারীর অন্তত ৫ বছরের ফুলটাইম/ পার্ট-টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. আবেদনের সময় আবেদনকারীকে অবশ্যই চাকরিরত অবস্থায় থাকতে হবে।
৪. আবেদনকারীকে অন্তত স্নাতক ডিগ্রীধারী হতে হবে।

১. প্রোগ্রাম চলাকালীন ১৭০৪ পাউন্ড মাসিক ভাতা প্রদান করা হবে, যা বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখ টাকা।
২. প্রোগ্রাম চলাকালীন বিভিন্ন ইভেন্ট এ অংশগ্রহণ করবার জন্য ভ্রমণভাতা ১০০০ পাউন্ড, যা বাংলাদেশী টাকায় ১ লাখ ১৫ হাজার টাকা ভাতা প্রদান করা হবে।
৩. আবাসন ভাতার সুবিধা রয়েছে।
৪. রাউন্ড এয়ারটিকেটের সুবিধা প্রদান করা হবে।
৫. এছাড়া পোশাক ভাতা, স্ট্যান্ডার্ড ভিসা ফি প্রদানসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

যেসকল প্রোগ্রামে আবেদন করা যাবে:
1.  No Poverty
2.  Zero Hunger
3.  Good Health & Well-being
4.  Quality Education
5.  Gender Equality
6.  Clean Water & Sanitation
7.  Affordable & Clean Energy
8.  Decent work & Economic Growth
9.  Industry, Innovation & Infrastructure
10. Sustainibilities & Communities
11. Responsible Consumption & Production
12. Climate Action
13.  Life Below Water
14.  Life on Land
15.  Peace, Justice & Strong Institutions

আবেদন করতে যা যা লাগবে:
১. আবেদনকারীর পাসপোর্ট/ছবিযুক্ত ন্যাশনাল আইডিকার্ড।
২. আবেদনকারীর সিভি।
৩. একাডেমিক পেপারস।
৪. ফেলোশিপ আবেদন ফরম।
৫. পার্সোনাল স্টেটমেনট।
৬. রেফারেন্স লেটার তিনটি (তাদের মধ্যে একটি অবশ্যই প্রার্থীর বর্তমান নিয়োগকর্তা হতে হবে)।
৭. চারটি অংশে একটি উন্নয়ন ইমপ্যাক্ট স্টেটমেন্ট প্রদান করতে হবে।
৮. অন্যান্য পেপারস (যদি থাকে)।
৯. আবেদনকারীর সিভি ।

আবেদনের সময়সীমা: ১৫ই আগস্ট, ২০২২।
সার্কুলার লিঙ্ক: https://tinyurl.com/4pu3pjtx

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com