ছয় ঋতুর দেশ বাংলাদেশ। গ্রীস্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কিন্তু আমরা কি এই ছয়টি ঋতুর দেখা পাচ্ছি?
সত্যিকার অর্থে পাচ্ছি না। আবার যা পাচ্ছি তা কখনো অতিমাত্রায় আবার কখনো মৃদুভাবে। কখনো অনেক গরম, কখনো অনেক শীত, কখনো অনাবৃষ্টি, কখনো বন্যা। আর এর পেছনের কারণটি হচ্ছে জলবায়ুর পরিবর্তন, যার জন্য দায়ী আমি, আপনি, আমরা সবাই।
প্রাকৃতিক কারণেও কিন্তু জলবায়ুর পরিবর্তন হচ্ছে। তার উপর আমরা যে পরিমান গাছ কাটছি, সে সংখ্যায় গাছ রোপণ করছি না।
তাহলে বায়ুমন্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড কে শুষে নেবে? আমরা যদি ফসিল ফুয়েল পুড়িয়ে, বন ধ্বংস করে, জলাশয় ধ্বংস করে পৃথিবীকে উষ্ণ করে তুলি; তাহলে কীভাবে বাঁচাব আমরা আমাদের এই পৃথিবীকে?
মানুষ বা প্রাণী বসবাস করতে পারে এমন আর কোনো গ্রহ তো আমাদের কাছে নেই। তাই আমাদের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সবাইকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।